গাজিয়ানতেপ, সিরিয়া: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বুধবার (৮ ফেব্রুয়ারি) মৃতের সংখ্যা আট হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। সরকারি উপাত্ত থেকে এ কথা জানা গেছে। খবর এএফপির।
উদ্ধারকর্মীরা আটকে পড়া জীবিতদের উদ্ধারে তাদের কাজ অব্যাহত রেখেছে।
কর্মকর্তা ও হাসপাতাল সূত্র বলছে, ‘তুরস্কে পাঁছ হাজার ৮৯৪ এবং সিরিয়ায় দুই ৪৭০ জন মারা গেছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৩৬৪ জন।
উল্লেখ্য, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭মিনিটে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎস ছিল ভূ-পৃষ্টের ১৭ দশমিক নয় কিলোমিটার গভীরে।
গাজিয়ানতেপ শহরটি সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্র ছিল সাত দশমিক আট।