নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে বসবাসরত চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দাদের সংগঠন সাতকানিয়া সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে। রোববার (২০ আগস্ট) নিউইয়র্কের হেকশার স্টেট পার্কের টেইলর প্যাভেলিয়নের দুই নম্বর মাঠে এই আয়োজন সম্পন্ন হয়। তৃতীয় বারের মত এ ধরনের আয়োজন করল সাতকানিয়া সমিতি ইউএসএ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে সাতকানিয়ার প্রবাসীরা জমজমাট এ আয়োজনে ছুটে আসেন।
দিনব্যাপী অনুষ্ঠানে আকর্ষণীয় খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র পর্বে মেতে ওঠেন সবাই। অনুষ্ঠানে গান করেন সঙ্গীত শিল্পী রাজীব, কৃষ্ণ তিথি। সংগঠনের উপদেষ্টা মো. জাফরও খালি গলায় গান করে মিলনমেলাকে আরো উজ্জীবিত করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইস্টার্ন ইনভেস্টমেন্টের কর্ণধার নুরুল আজিম।
সমিতির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন উল্লাহর পরিচালনায় কথামালা পর্ব অনুষ্ঠিত হয়। বনভোজন শেষে তারা জানান, সাতকানিয়াবাসীর এই মিলনমেলা অত্যন্ত সফল হয়েছে। নানা সুস্বাদু খাবার পরিবেশন, গল্প, আড্ডা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় বনভোজন ও ঈদ পুনর্মিলনী। আগামীতেও এ ধরনের সুন্দর আয়োজনের প্রত্যাশা করেন সাতকানিয়ার প্রবাসীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক আহমদ নবী চৌধুরী, যুগ্ম আহবায়ক ডাক্তার নূর মোহাম্মদ ও খোরশেদ আলম, প্রধান সমন্বয়কারী আব্দুস সালাম, যুগ্ম সমন্বয়কারী সাহান উদ্দীন চৌধুরী ও মোহাম্মদ মুসা, সদস্য সচিব মোহাম্মদ সফিউল্লাহ, যুগ্ম সদস্য সচিব মো. সামসুজ্জোহা সোহেল ও মো. রবি।
বনভোজনে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা করিম রেজা, মো. এ জাফর নাসের চৌধুরী, সাহিদা সিকদার হাই।
খেলাধুলা পরিচালনা করেন ইরফান নিশাদ, ইসরাত মুসা, আব্দুল আউয়াল, সাজ্জাদ হোসেন সাব্বির, কনিকা ধর মুন মুন, জিনাত আলম সুমী।
অনুষ্ঠানে খাবার সরবরাহ করে কারি ইন এ হারি রেষ্টুরেন্ট।