রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

থাইল্যান্ডে যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু

শনিবার, জানুয়ারী ২৭, ২০২৪

প্রিন্ট করুন

ব্যাংকক, থাইল্যান্ড: থাইল্যান্ডের ব্যাংককে চীন ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বৈঠকে শুরু হয়েছে। উত্তর কোরিয়া ও তাইওয়ানকে ঘিরে উত্তেজনার মাঝে এমন বৈঠক হচ্ছে। শুক্রবার (২৬ জানুয়ারি) এ বৈঠক শুরু হয়৷ বৈঠকটি শনিবারও (২৭ জানুয়ারি) চলবে।

উত্তর কোরিয়ার সমরসজ্জা ও তাইওয়ানকে ঘিরে উত্তেজনার কারণে এশিয়া মহাদেশে চীন ও যুক্তরাষ্ট্রর মধ্যে স্বার্থের সংঘাত আরো ঘনীভূত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শীতল সম্পর্কের কারণে উচ্চ পর্যায়ে যথেষ্ট সংলাপের অভাব উত্তেজনা আরো বাড়িয়ে তুলছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্র (২৬ জানুয়ারি) ও শনিবার (২৭ জানুয়ারি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মিলিত হচ্ছেন।

প্রায় দুই মাস আগে সান ফ্রান্সিসকোয় এপেক শীর্ষ সম্মেলন চলাকালানী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠকে বসার প্রায় দুই মাস পর ফের উচ্চ পর্যায়ে দুই দেশের বৈঠক হচ্ছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন উইলসন বলেন, ‘সালাইভান এবং ওয়াং ই সেই কৌশলগত যোগাযোগ এবং দায়িত্বশীলভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক চালু রাখার উদ্দেশ্যে মিলিত হচ্ছেন।

ওয়াং ই-র ব্যাংকক সফরের সময়ে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়াইডংয়ের নেতৃত্বে চীনা প্রতিনিধি দল উত্তর কোরিয়া সফর করছেন। যুক্তরাষ্ট্রর সাথে বেড়ে চলা উত্তেজনার প্রেক্ষিতে চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক আরো নিবিড় করার উদ্যোগ নিচ্ছে উত্তর কোরিয়া।