রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

দলীয় পদ ফিরে পেতে ক্ষমা চাইলেন সেই মুরাদ

বৃহস্পতিবার, ডিসেম্বর ২২, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সাংসদ মুরাদ হাসান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন । বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) তিনি এ আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, তার পিতা মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান তালুকদার ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। আওয়ামী লীগের সভাপতির সম্মানহানি হয় এমন কোন কর্মকাণ্ড ভবিষ্যতে না করারও দৃঢ় অঙ্গীকার করেন মুরাদ হাসান।

জামালপুর- চার (সরিষাবাড়ি) আসনের সাংসদ মুরাদ হাসান বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।

এক চিত্রনায়িকার সাথে ফোনালাপকে কেন্দ্র করে শেখ হাসিনার নির্দেশে ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। একই দিন তাকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর তার নির্বাচনী এলাকা সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া তার জন্মস্থান আওনা ইউনিয়ন আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

দল থেকে অব্যাহতি দেয়ার পর থেকে তার নির্বাচনী এলাকার দলীয় কোন কর্মকাণ্ডে তাকে রাখা হয় নি। গত ২৫ সেপ্টেম্বর সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনেও তাকে রাখা হয় নি।