শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

দেশে প্রথম বারের মত পালিত হল ‘টোটাল ফিটনেস ডে’

শুক্রবার, জানুয়ারী ৬, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: ‘সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’ এ স্লোগান নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন পুরো দেশে শুক্রবার (৬ জানুয়ারি) সকালে একযোগে পালন করেছে ‘টোটাল ফিটনেস ডে।’

সব স্তরের মানুষকে পরিপূর্ণ সুস্থতায় সচেতন করতে প্রথম বারের মত এ দিবস পালনের সূচনা করেছে সেবাধর্মী প্রতিষ্ঠান কোয়ান্টাম। ছিল নানা আয়োজন সব স্তরের মানুষের অংশগ্রহণ

শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক সব দিক থেকে ফিটনেস অর্জনের আহবান নিয়ে চট্টগ্রামের ২৮টি গুরুত্বপূর্ণ স্থানেও পালিত হয়ে ‘টোটাল ফিটনেস ডে’। ২০২৩ সালের শুরুতে আয়োজিত এ টোটাল ফিটনেস ডে দিবস পরবর্তী বছরগুলোতেও জানুয়ারি মাসের প্রথম শুক্রবার দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে কোয়ান্টাম। প্রথম বারের আয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের সব শাখা সেলের উদ্যোগে দিবসটি চট্টগ্রাম শহরের জাম্বুরীপার্ক, বিডিআর মাঠ, স্বাধীনতা কমপ্লেক্স, পতেঙ্গা সীবিচ, বায়েজিদ পার্ক, প্যারেড গ্রাউন্ড, অভয়মিত্র ঘাট, ডিসি হিলসহ চট্টগ্রামের বাইরে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ব্রাক্ষ্মণবাড়িয়া, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারসহ চট্টগ্রাম বিভাগের ২৮টি স্থানে টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ঘন্টাব্যাপী যোগব্যায়াম, শারিরীক ভারসাম্য পরীক্ষা, সচেতনামূলক বুলেটিন ব্রোশিউর বিতরণসহ আলোচনা, প্রাণায়াম ও মেডিটেশন অন্তর্ভুক্ত ছিল! এতে বিপুল সংখ্যক কোয়ান্টাম সদস্য ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন!