কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত: আফরান নিশো ও তমা মির্জা অভিনীত গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া চলচ্চিত্র ভারতের পশ্চিমবঙ্গেও দেখা যাবে। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রটি দেখার জন্য পশ্চিমবঙ্গের দর্শক বেশ উন্মুখ হয়ে আছেন। ইতিমধ্যে কলকাতার বিভিন্ন জায়গায় ঝুলছে ‘সুড়ঙ্গ’র পোস্টার। টলিউডের প্রভাবশালী প্রতিষ্ঠান এসভিএফ পরিবেশক হিসেবে ছবির প্রযোজকের সাথে চুক্তি করে আগামী ২১ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘সুড়ঙ্গ’।
মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে কয়েক দিন আগেই। এবার প্রকাশ্যে এল হলের তালিকা। ভারতের বঙ্গ অঞ্চলের ২৯টি প্রেক্ষাগৃহে একযোগে চলবে চলচ্চিত্রটি।
এখানে বলা দরকার, বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। দর্শকের বিপুল আগ্রহ সত্ত্বেও অবশ্য পরবর্তী এর হলসংখ্যা বাড়েনি। তবে, দেশের চেয়েও বেশি হল নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা হচ্ছে চলচ্চিত্রটি।
এ দিকে, পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে গেল ১৬ জুলাই ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ। যেখানে সংলাপসহ ছবির কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। যদিও, বাংলাদেশে মুক্তির আগে কেবল সংলাপহীন একটি ফোরটেস্ট (পূর্বাভাস) সামনে এনেছিলেন নির্মাতা-প্রযোজকরা। তবে, নতুন ট্রেলারটি দেখার পর পশ্চিমবঙ্গের অনেকেই ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করছেন।
আফরান নিশো, তমা মির্জা ও নির্মাতা রায়হান রাফীসহ সুড়ঙ্গ টিম ইতিমধ্যেই কলকতায় পৌঁছেছে।