সোমবার, ২১ এপ্রিল ২০২৫

শিরোনাম

দ্বিতীয় দফায় মিলল বাইডেনের গোপন নথি

বৃহস্পতিবার, জানুয়ারী ১২, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত অ্যাটর্নিরা গোপনীয় সরকারি নথির একটি নতুন ব্যাচ খুঁজে পেয়েছেন। দ্বিতীয় আরেকটি স্থানে এগুলো পাওয়া যায়। এতে হোয়াইট হাউসের জন্য রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতির মাত্রা আরো বাড়ল। খবর দ্য গার্ডিয়ানের।

প্রথম ধাপে বাইডেনের ব্যক্তিগত অফিস থেকে কয়েকটি গোপনীয় সরকারি নথি পাওয়া যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, এ গোপন নথিগুলো বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন। ইতিমধ্যে বিষয়টি পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

প্রথম ধাপে তালাবদ্ধ আলমারি থেকে প্রায় দশটি গোপনীয় সরকারি নথি পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই পেন বাইডেন সেন্টারে পাওয়া গোপন নথির তদন্ত করছে। মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে অফিস খালি করার সময় বাইডেনের ব্যক্তিগত অ্যাটর্নিরা নথিগুলো আবিষ্কার করেন।

এ দিকে, নিজের অফিস থেকে উদ্ধার হওয়া ওই নথিগুলো নিয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেছেন, তার এক সময়কার ব্যক্তিগত কার্যালয় থেকে যেসব গোপন নথি উদ্ধারের কথা বলা হচ্ছে, সেগুলোতে আসলে কী আছে, তা তিনি জানেন না। মেক্সিকো সফরকালে মঙ্গলবার (১০ জানুয়ারি) এক সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।

অন্য দিকে, এমন ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন। তিনিও দায়িত্ব ছাড়ার পর গোপনীয় নথি রাখার জন্য তদন্তের মুখোমুখি হয়েছেন। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘কবে এফবিআই জো বাইডেনের সব বাড়িতে, এমনকি হোয়াইট হাউসেও অভিযান চালাবে?’

দ্বিতীয় ধাপের গোপন নথি কোথায় কীভাবে পাওয়া গিয়েছে, তা স্পষ্ট করেনি বাইডেনের ব্যক্তিগত অ্যাটর্নিরা। এ ছাড়া, হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।

বুধবার (১১ জানুয়ারি) দৈনিক প্রেস ব্রিফিংয়ের সময় বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জঁ পিয়ের প্রথম নথিগুলো সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছিলেন। তিনি বলেন, ‘এটি বিচার বিভাগ পর্যালোচনা করছে।’

গত ৯ জানুয়ারি হোয়াইট হাউসের একজন আইনজীবী জানিয়েছিলেন, গত বছরের নভেম্বরে ওয়াশিংটনে বাইডেনের ব্যক্তিগত অফিস পেন বাইডেন সেন্টার থেকে নথিগুলো পাওয়া যায়। পরে তা জাতীয় আর্কাইভসে হস্তান্তর করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট (মেয়াদে ২০০৯-২০১৭ পর্যন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন বাইডেন। আইন অনুযায়ী, সরকারি চাকরি শেষ হলে কেন্দ্রীয় সরকারে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের স্বেচ্ছায় দাফতরিক নথি ও গোপন দলিলপত্র জমা দিয়ে দিতে হয়।