শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

দ্রুত মজুরী বোর্ড গঠনের দাবিতে চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ ও মিছিল

রবিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: নিম্মতম মজুরী ২৩ হাজার টাকা ঘোষণা ও দ্রুত মজুরী বোর্ড গঠনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্টস শিল্প শ্রমিকরা। ইন্ডাষ্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) চট্টগ্রাম আঞ্চলিক কমিটি ও গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (জি-স্কপ) উদ্যোগে শুক্রবার (১৭ ফ্রেরুয়ারি) বিকালে বায়েজিদ বোস্তামির টেক্সটাইল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

আইবিসি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি চন্দন কুমার দে।

উপস্থিত ছিলেন আইবিসি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউল হক সুমন, সহ-সভাপতি মো. সোহেল হক, সহকারী সাধারণ সম্পাদক বেলাল হোসেন, অর্থ সম্পাদক মো. সাগর, সাংগঠনিক সম্পাদক মোছাম্মৎ শাহেনেওয়াজ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নুরুল আফছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাদল কান্তি নাথ, যুব সম্পাদক একেএম শহীদুল্লাহ, কার্যকরী সদস্য মো. ফয়েজ, মো. হারুনুর রশিদ, জি-স্কপের নেতা মো. কামরুল হাসান ইমন।

সমাবেশে চন্দন কুমার দে বলেন, ‘করোনা পরবর্তী রপ্তানী প্রবৃদ্ধি, ডলারের মূল্যবৃদ্ধির কারণে রপ্তানীকারকদের আয় বৃদ্ধির কোন সুফল পায়নি। অথচ ডলারের বিপরীতে টাকার অবমুল্যায়নের জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় বর্ধিত মুল্যের বোঝার চাপে শ্রমিকরা পিষ্ট হচ্ছে। প্রকৃত মজুরী অর্ধেকে নেমে যাওয়ায় জাতীয় মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধির বিপরীতে শ্রমিকরা কঠিন জীবন যাপন করছে। শুধু খাদ্য পণ্য, চিকিৎসা, শিক্ষার খরচ, বাড়ি ভাড়া ও গাড়ী ভাড়া বিপুল পরিমাণে বেড়ে যাওয়ায় শ্রমিকদের টিকে থাকা দুঃসাধ্য হয়ে পড়েছে।’

অন্য নেতারা বলেন, ‘বর্তমানে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই, পোশাক শ্রমিকদের নিম্মতম মজুরি বৃদ্ধি করতে হতে হবে। আর নিম্মতম মজুরি দারিদ্র্যসীমার ওপর থাকতে হবে ও সে হিসাবে নিম্মতম মজুরি কোনভাবেই ২৩ হাজার টাকার নিচে নির্ধারণ করা যায় না। পোশাক শ্রমিকেরা অন্য খাতের শ্রমিকদের চেয়ে কিছুটা সংগঠিত, তারপরও তাঁদের পরিস্থিতির উন্নয়ন হয় না। পোশাক শ্রমিকদের জন্য বিজিএমইএ থেকে সরাসরি রেশন কার্ডের মাধ্যমে রেশনের ব্যবস্থা করতে হবে।’

সমাবেশ থেকে শ্রমিকদের নিম্মতম মজুরী ২৩ হাজার টাকা ঘোষণা ও মজুরী বোর্ড গঠনের দাবি ও শ্রমিকদের জন্য রেশন ও আপদকালীন মহার্ঘভাতা চালু করার জোর দাবি জানানো হয়।