মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্ত অরক্ষিত

সোমবার, ফেব্রুয়ারী ৫, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত অরক্ষিত ও দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার (৫ জানুয়ারি) নয়াপল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘সরকার সীমান্তে নিরাপত্তা দিতে ব্যর্থ। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত অরক্ষিত। দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিলেও তারা কখনোই অবৈধ একতরফা নির্বাচনের সমর্থন কিংবা বৈধতা দেয়নি। কারণ, সম্পর্ক রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। জনগণের সাথে হয়।’

দেশের অর্থনীতি লুটপাট করে সরকার রিজার্ভ ফাঁকা করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।