ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-পাঁচ (ফুলতলা-ডুমুরিয়া) আসন থেকে নির্বাচিত সাংসদ নারায়ন চন্দ্র চন্দ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গঠিত মন্ত্রিসভায় ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রিসভার অন্যান্য নতুন নিযুক্ত সদস্যদের সঙ্গে শপথ নেন নারায়ন চন্দ্র চন্দ।
বঙ্গভবনে নয়া মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদের সচিব মো. মাহবুব হোসেন।
নয়া নিযুক্ত ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এর পূর্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।