শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নর্ডস্ট্রিমে নাশকতা চালাতে যুক্তরাষ্ট্র-ইউক্রেন একযোগে কাজ করেছে

শনিবার, আগস্ট ১৭, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: নর্ডস্ট্রিম পাইপলাইনে নাশকতা চালাতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একযোগে কাজ করেছে বলে মন্তব্য করেছে রাশিয়া। পাইপলাইনে নাশকতা নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের পর শুক্রবার ((১৫ এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ। সংবাদ টিআরটি ওয়ার্ল্ডের।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘ইউক্রেন যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়াই নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইনে আক্রমণ করবে এমনটা তিনি বিশ্বাস করেন না। এ হামলার পেছনে যারা রয়েছে, রাশিয়া তাদের চিহ্নিত করবে ও শাস্তি দেবে।’

আনাতোলি আন্তোনভ বিবৃতিতে বলেন, ‘পাইপলাইন নাশকতার সব দায় এখন তারা (পশ্চিমারা) তাদের ইউক্রেনীয় পুতুলের কাঁধে চাপাতে চাইছে। আমরা বোমা হামলার প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের শাস্তি দেয়ার চেষ্টা করব।’

নাশকতার পর থেকেই রাশিয়া বার বার বলে আসছে যে, নর্ডস্ট্রিমে হামলাটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য করেছে। তবে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বরাবর এ অভিযোগ অস্বীকার করেছে।

বুধবার (১৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নর্ডস্ট্রিম-১ ও নর্ডস্ট্রিম-২ পাইপলাইনে নাশকতার পরিকল্পনা অনুমোদন করেছিলেন। কিন্ত, পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ব্যাপারটি জেনে যাওয়ার পর অনুমোদন বাতিলের চেষ্টা করেন তিনি।

প্রতিবেদন মতে, পাইপলাইন দুইটিতে নাশকতা চালানোর ব্যাপারে প্রথম আলোচনা হয় ২০২২ সালের মে মাসে। অর্থাৎ, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার মাত্র চার মাস পর।

অল্প কয়েকজন ব্যবসায়ী ও সামরিক কর্মকর্তা সেই আলোচনায় অংশ নিয়েছিলেন। একটি চুক্তি হয় যাতে ব্যবসায়ীরা আর্থিক সহায়তা দেবে ও সামরিক চূড়ান্ত নাশকতার কাজটি সম্পাদন করবে বলে সিদ্ধান্ত হয়।

নাশকতার প্রাথমিক পরিকল্পনায় একটি ছোট ইয়ট ও একজন নারীসহ কয়েকজন ডুবুরীকে অন্তর্ভূক্ত করা হয়। তবে, সিআইএ পরিকল্পনার ব্যাপারটি ধরে ফেলে ও জেলেনস্কিকে তা বাতিল করার অনুরোধ করেন। এরপরই পরিকল্পনা বাতিল করা হয়।

কয়েক মাস পরে সাবেক শীর্ষ ইউক্রেনীয় সামরিক কমান্ডার ভ্যালেরি জালুঝনি জেলেনস্কির আদেশ উপেক্ষা করে একটি নতুন পরিকল্পনা তৈরি করেন। জালুঝনি এ অভিযানের জন্য ইউক্রেনের প্রধান নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রাক্তন কর্মকর্তা রোমান চেরভিনস্কিকে অন্তর্ভূক্ত করেন।

পরিকল্পনা অনুযায়ী, একটি ছোট পালতোলা নৌকা ও ছয় সদস্যের একটি ডুবুরী দল (সেনা ও সমুদ্র অভিযানের অভিজ্ঞতা আছেন- এমন বেসামরিক ব্যক্তি নিয়ে গঠিত) সেপ্টেম্বর মাসে পাইপলাইন দুইটি উড়িয়ে দেয়। পালতোলা নৌকাটি ছিল একটি ৫০ ফুট লম্বা ইয়ট মূলত যা জার্মান বন্দর শহর রোস্টক থেকে ভাড়া নেয়া হয়েছিল।

প্রতিবেদনে আরো বলা হয়, ‘চারজন ডুবুরী জোড়ায় জোড়ায় কাজ করে। তারা অন্ধকারে বরফশীতল পানিতে নেমে এইচএমএক্স নামে পরিচিত একটি শক্তিশালী বিস্ফোরক স্থাপন করে যা টাইমার-নিয়ন্ত্রিত ডেটোনেটরের সঙ্গে সংযুক্ত ছিল।’

বাল্টিক সাগরের তলদেশ দিয়ে প্রবাহিত শত কোটি ডলার দামের গ্যাস সরবরাহ পাইপলাইন নর্ডস্ট্রিম-১ ও নর্ডস্ট্রিম-২। পাইপলাইন দুইটি দিয়ে রাশিয়া থেকে সরাসরি জার্মানি ও উত্তর ইউরোপের বেশ কয়েকটি দেশে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হত।

গেল সেপ্টেম্বরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পাইপলাইন দুইটি উড়িয়ে দেয়া হয়। এ বিস্ফোরণের জন্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউক্রেইনকে দায়ী করে রাশিয়া। কিন্তু, ওই দেশগুলো রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়াকেই এর জন্য দায়ী করেছিল।

জার্মানি, ডেনমার্ক ও সুইডেন এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করে। সুইডেনের তদন্তকারীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করা বিভিন্ন বস্তুতে বিস্ফোরকের চিহ্ন দেখতে পেয়ে নিশ্চিত হন, এটা একটা নাশকতা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইডেন ও ডেনমার্ক কোন সন্দেহভাজনকে শনাক্ত করা ছাড়াই তাদের তদন্ত বন্ধ করে দেয়। এর পূর্বে, ২০২৩ সালের জানুয়ারিতে জার্মানি একটি জাহাজে অভিযান চালায়। ওই জাহাজটি নর্ডস্ট্রিমে হামলা চালাতে ব্যবহার করা বিস্ফোরক বহন করেছিল বলে সন্দেহ করেছিল তারা।

জার্মানি জাতিসংঘকে জানিয়েছে, তাদের বিশ্বাস প্রশিক্ষিত ডুবুরিরা সাগরের ৭০-৮০ মিটার (২৩০-২৬২ ফুট) গভীর দিয়ে যাওয়া পাইপলাইনগুলোতে বিস্ফোরক ডিভাইসগুলো স্থাপন করেছে।

বুধবার (১৪ আগস্ট) জার্মান গণমাধ্যমের কিছু প্রতিবেদন অনুযায়ী, জার্মানি এক ইউক্রেনীয় ডুবুরী ও প্রশিক্ষককে গ্রেফতারের জন্য পোল্যান্ডকে অনুরোধ করেছে। ওই ডুবুরী দুই বছর পূর্বে নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য দায়ী দলের সদস্য ছিলেন বলে অভিযোগ। তবে একটি সংবাদ মাধ্যম বলেছে, ‘ওই ব্যক্তি এখন আর পোল্যান্ডে বসবাস করেন না।’

জার্মানির নাশকতা বিষয়ক তদন্তে অপর এক পুরুষ ও নারীকেও চিহ্নিত করা হয়েছে। তারা উভয়ই ইউক্রেনীয় ডুবুরি প্রশিক্ষক। তবে এসজেড, জেইত ও এআরডি জানিয়েছে, এখনো তাদের নামে কোন গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি।