শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

নানা আয়োজনে শারদীয় দুর্গোৎসব নিউ জার্সির আটলান্টিক সিটির প্রবাসী হিন্দুদের

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

প্রিন্ট করুন

আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী বাঙালি হিন্দুরা বিভিন্ন রকম আয়োজনে করেছেন শারদীয় দুর্গোৎসব। তাদের উৎসবের রঙে যেন বর্ণিল হয়ে উঠেছিল আটলান্টিক সিটি। শ্রীশ্রী গীতা সংস্থা ইউএসএ আয়োজন করে এ উৎসবের।

আটলান্টিক সিটির ১০৯ উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত প্রবাসী হিন্দুদের মন্দিরে ৮-১২ অক্টোবর ছিল দুর্গোৎসব। উৎসবে তিথিমতে পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ পালন করা হয়। এতে নানা আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা, আরতি, প্রবাস প্রজন্মের সংগীত ও নৃত্য পরিবেশনা, ধর্মসভা, আয়োজক সংগঠনের সভ্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুঁথি পাঠ, কীর্তন, সিঁদুর খেলা ও মহাপ্রসাদ বিতরণ।

শ্রীশ্রী গীতা সংস্থার সাংস্কৃতিক সম্পাদিকা নিবেদিতা ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে শারদোৎসবে প্রবাস প্রজন্মের শিশু-কিশোরদের পরিবেশিত অনুষ্ঠানগুলো মনভরে উপভোগ করেন সকলে।

আবাল-বৃদ্ধবনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে রঙ্গীন হয়ে ওঠে শারদোৎসব। প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশেছিল মন্দিরের প্রাঙ্গণে। তারা পুরোক্ষণ মেতে ছিলেন আনন্দযজ্ঞে।

দুর্গাপূজার এ কয়েকটা দিন আটলান্টিক সিটির প্রবাসী হিন্দুরা মেতে ছিল অনাবিল আনন্দে।