নিউ জার্সি, যুক্তরাষ্ট্র: ট্রাম্প প্রশাসন তার অভিবাসন আটকানোর ক্ষমতা সম্প্রসারিত করছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যে ১ হাজার শয্যার একটি আটক কেন্দ্র পুনরায় খোলা হচ্ছে এবং সারা দেশে অন্যান্য বেসরকারি মালিকানাধীন কেন্দ্রগুলিতে শয্যা যুক্ত করছে। অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, নিউয়ার্ক, নিউ জার্সির ডেলানী হল নামের কেন্দ্রটি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে খোলা প্রথম নতুন আটক কেন্দ্র। এই কেন্দ্রটি ২০১৭ সাল পর্যন্ত আটক কেন্দ্র হিসেবে চালু ছিল। এর অবস্থান ম্যানহাটনের কাছাকাছি ও নিউয়ার্ক লিবার্টি বিমানবন্দরের কাছে।
আইসিইর ভারপ্রাপ্ত পরিচালক কেলব ভিটেলো বলেছেন, ‘বিমানবন্দরের কাছে হওয়া সহজ লজিস্টিকস এবং আমাদের হেফাজতে থাকা ব্যক্তিদের দ্রুত প্রক্রিয়াকরণের সুবিধা দেবে। কারণ আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার, আটক ও সরিয়ে ফেলতে কাজ করছি।’
তবে, নিউ জার্সি এসিএলইউর নির্বাহী পরিচালক আমল সিনহা বিবৃতিতে বলেছেন, ‘ডেলানী হলকে বেসরকারি অভিবাসন আটক কেন্দ্র হিসেবে চালু করার পরিকল্পনা নিউ জার্সির অভিবাসী সম্প্রদায়ের জন্য একটি গুরুতর হুমকি এবং এটি আমাদের স্টেটের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসন আটক চুক্তিগুলোর একটি। নিউ জার্সিতে দ্রুতগতিতে ফেডারেল অভিবাসন প্রয়োগের সঙ্গে, এই ঘোষণাটি আমাদের স্টেটের উপর আরেকটি আক্রমণ, এটি বাড়তি আতঙ্ক সৃষ্টি করছে।’
আইস’-এর গ্রেপ্তার গত প্রশাসনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ গত সপ্তাহে জানিয়েছে যে, ভিটেলোকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। তবে তিনি এখনও গ্রেপ্তার ও বহিষ্কারের দায়িত্বে থাকা অফিসের নেতৃত্ব দিচ্ছেন।
ট্রাম্প প্রশাসন যখন অভিবাসন আইন প্রয়োগ জোরদার করার চেষ্টা করছে, তখন সীমিত আটক স্থান ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুসারে, আইসিইর বর্তমান আটক নেটওয়ার্কে শয্যার অভাব রয়েছে, যেখানে ৪১ হাজারেরও বেশি অভিবাসী আটক রয়েছেন।
ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই কিউবার গুয়ানতানামো বে’তে মার্কিন নৌবাহিনী ঘাঁটিতে অভিবাসীদের আটক করা শুরু করেছে এবং টেক্সাসের ফোর্ট ব্লিসসহ দেশের অন্যান্য মার্কিন সামরিক ঘাঁটিতে অভিবাসন আটক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা তৈরি করছে। নিউ জার্সির কেন্দ্রটি পুনরায় খোলার পাশাপাশি, আইসিই কিছু অন্যান্য বেসরকারি পরিচালিত আটক কেন্দ্রে ডিপোর্টেশন বৃদ্ধি করার পদক্ষেপ নিচ্ছে। বেসরকারি আটক কোম্পানি ‘কোরসিভিক’’এই সপ্তাহে ঘোষণা করেছে যে, তারা আইসিইর সাথে চুক্তি সংশোধন করে ওহাইও, নেভাদা ও ওকলাহোমায় বিদ্যমান আটক কেন্দ্রে ৭৮০টিরও বেশি শয্যা যোগ করেছে এবং মিসিসিপির একটি কাউন্টি জেলে আইসিই-কে অতিরিক্ত ২৫০ শয্যা ব্যবহারের অনুমতি দেবে।
২০২১ সালে নিউ জার্সি স্টেটে সরকারি ও বেসরকারি স্থাপনাগুলিতে অভিবাসীদের আটকে রাখার উপর নিষেধাজ্ঞা জারি করে একটি আইন পাস করা হয়েছিল। কিন্তু ‘কোরসিভিক’ এই আইনটি আটকাতে মামলা করে, যা এখনও আদালতে ঝুলে আছে। নিউয়ার্কের ডেলানি হলের মালিকানাধীন আরেকটি বেসরকারি আটক সংস্থা ‘জিইও’ গ্রুপ গত বছর অভিবাসী আটক কেন্দ্র হিসেবে এই স্থাপনাটি পুনরায় চালু করার জন্য নিজস্ব মামলা দায়ের করে। কোম্পানি বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, তারা আইসের সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে, যা এই চুক্তির সময়কালে এক বিলিয়ন ডলার পর্যন্ত আয় করতে পারবে।
‘আইসিই’ ডেলানী হলের পুনরায় খোলার পরিকল্পনাকে ‘অত্যন্ত শিগগিরই’ বলে জানিয়েছে। তবে সঠিক তারিখ দেয়নি।