শুক্রবার, ২৩ মে ২০২৫

শিরোনাম

নিউইয়র্ক বাংলাদেশ কনসাল জেনারেলের সঙ্গে স্টেট বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ

বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নব নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিউইয়র্ক স্টেট বিএনপির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২০ মে) এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে প্রবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট ইস্যু নিয়ে মতবিনিময় করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ফারুক শাহীন। প্রতিনিধি দলে আরও ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, দেওয়ান কাউসার, বিএনপির সিনিয়র নেতা ও সাংবাদিক আনিসুর রহমান, এআর মাহবুবুল হক ও শাহজাহান লিটন।

মতবিনিময়কালে কনসাল জেনারেল প্রবাসীদের প্রত্যাশিত সেবা প্রদানে তার অফিস সবসময় প্রস্তুত থাকে বলে উল্লেখ করে সেবার এই পরিধি আরও বিস্তৃত করতে বিএনপি তথা কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।