নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির আলো-ঝলমলে দর্শনীয় স্থান টাইমস স্কয়ারে আগামী ৪-৬ অক্টোবর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, এ টাইমস স্কয়ারে কীর্তন হয়েছে, যোগ ব্যায়ামের আসর বসেছে। এখানে বড় পর্দায় উঠেছে বঙ্গবন্ধুর ছবি। চলতি বছর বাঙালির বর্ষবরণ উৎসব হয়েছে এ টাইমস স্কয়ারেই। রমজানে তারাবির নামাজ ও দিওয়ালী উৎসবও হয়েছে। এবার ঐতিহাসিক এ টাইম টাইমস স্কোয়ারে আসছেন দেবী দুর্গা।
শারদীয় উৎসবের জমকালো প্রস্তুতি চলছে। মহালয়ার পর তারিখটিও নির্ধারণ করা হয়েছে এমনভাবে যেন কোন সংগঠনের পূজা আয়োজনে ব্যাঘাত না ঘটে। ফলে, সকলে সানন্দে আসতে পারবেন টাইমস স্কয়ারে। সময়টি সাপ্তাহিক ছুটির সময়ে হওয়ায় এরমধ্যেই নিউইয়র্কের বাইরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকেও অনেকেই আসার পরিকল্পনা করছেন। আসবেন কানাডা থেকেও।
বলে রাখা ভাল, এর পূর্বে নিউইয়র্ক সিটির বাঙালিপাড়া জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সার্বজনীন দুর্গাপূজা হয়েছে। সেখানে এবারো পূজা হবে। কিন্তু, তার পূর্বেই টাইমস স্কয়ারে উদযাপিত হবে ঐতিহাসিক এ আয়োজন।