শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে ‘আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র জশনে ঈদে মিলাদুন্নবী উদযাপন

বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: আল্লাহর রাসূল, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (স.) পৃথিবীতে শুভাগমন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১২ রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ। এ উপলক্ষে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল করেছে সংগঠনটি। জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট হলে গেল ১৪ অক্টোবর এ মাহফিলের আয়োজন করা হয়। বাদ এশা হতে মধ্য রাত পর্যন্ত মাহফিলে কোরআন তেলাওয়াত, সালাতু সালাম ও না’ত শরীফ পাঠ চলে।

মাহফিলে সভাপতিত্ব করেন ‘আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহীম মাহমুদ। অতিথি ছিলেন ইসলামী চিন্তাবিদ সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী ও ‘আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র মহাসচিব মাওলানা আনোয়ারুল হক কাদেরী, ‘আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র সহ-সভাপতি মুহাম্মদ নাদের, উপদেষ্টা মুহাম্মদ কাওসার চিশতী, মুহাম্মদ খোকন আশরাফী, মীর মশিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নুরুন্নবী ফারুকী ও মুহাম্মদ ওমর ফারুক।

মাহফিলে আলেমরা কোরআন সুন্নাহর আলোকে নূরনবীর শুভাগমনের গুরুত্ব ও তাৎপর্য্য ব্যাখ্যা করে এ উপলক্ষকে ‘ঈদ’ হিসেবে পালনের জন্য মুসলিমদেরকে আহ্বান জানান।

আলেমরা বলেন, ‘আল্লাহ কোরআনে তার রহমত প্রকাশের উপলক্ষকে খুশীর বিষয় হিসেবে উল্লেখ করে খুশী উদযাপনের নির্দেশ দিয়েছেন ও নূরনবীর শুভাগমনকে উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ খুশির উপলক্ষ হিসেবে উল্লেখ করেন। সৃষ্টির ইতিহাসে সবচেয়ে বড় উপলক্ষ সর্বশ্রেষ্ঠ নবীর শুভাগমন ঈদে মিলাদুন্নবী (সা.) তথা ঈদে মাজিউন্নবী (সা.)। প্রিয়নবীর শুভাগমনের সংবাদ আলোচিত ও উদযাপিত হয়ে আসছে সব কালে। নবীরা তাদের উম্মতদের প্রিয়নবীর শুভাগমনের সংবাদ দিয়েছেন ও অনেক নবী তার শুভাগমনের ঘোষণা দিয়েছেন; যা কোরআনে অসংখ্য আয়াতে বর্ণিত রয়েছে। তাই, যারা প্রিয়নবীর শুভাগমনকে ঈদ বা খুশী মনে করে না, তারা নিজেরা বিভ্রান্ত ও মূর্খ। আর যারা এই উপলক্ষ পালনকে বিদআত মনে করে ও তা প্রচার করে, তারা পথভ্রষ্ট, নবীদ্রোহী ও উগ্রবাদী বাতেল ফেরকা খারেজী ওহাবীবাদের অনুসারী।’

মাহফিলে আলেমরা আরো বলেন, ‘আহলে বায়াত ও সাহাবারা প্রিয়নবীর শুভাগমন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন। যারা নূরনবীর শুভাগমন ঈদ বা খুশী হিসেবে উদযাপন করে, তারা মূলত নূরনবীকে পেয়ে খুশী, নূরনবীর উম্মত হওয়ার জন্য খুশী ও প্রিয়নবীকে প্রাণের চেয়ে ভালবাসার কারণে খুশী। এই পৃথিবীতে প্রিয়নবীর শুভাগমনের খুশী বা আনন্দের উপলক্ষ ঈমানদাররা সব যুগে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে উদযাপন করেছেন। বিশেষ করে, ইসলামী সাল গণনার জন্য নির্ণায়ক হিসেবে প্রিয়নবীর শুভাগমনকে সাহাবারা প্রস্তাব করেন। যদিও নূরনবীর প্রেমের আরেকটি উপলক্ষ হিজরতুন্নবী সাল গণনার জন্য প্রাধান্য পায়। হিজরতের স্মরণ ও নবীপ্রেমে নবীর শুভাগমনের ঈদ বা খুশী একাকার ও হিজরত নূরনবীর শুভাগমন ঈদে মিলাদুন্নবীর আনন্দের অংশমাত্র। ইসলামের ইতিহাসের সব কালে সব দেশে স্বতঃস্ফূর্তভাবে ঈদে মিলাদুন্নবীর আনন্দ উদযাপিত হয়ে আসছে ও অনন্তকাল তা হতে থাকবে।