বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে এমপাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্টের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বৃহস্পতিবার, মে ১, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে এমপাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্টের (ইডিপি) দশম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে গত শনিবার (২৬ এপ্রিল) কুইন্সের জয়া হলে সম্মাননা প্রদানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শারমিন সিরাজ সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইডিপির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম। প্রতিষ্ঠানটির পরিচালক আশিকুর রহমান আশিকের সার্বিক সহযোগিতায় এবং প্রেসিডেন্ট এমএস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু। বিশেষ অতিথি ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ এবং তাঁর সহধর্মিনী সঙ্গীত শিল্পী মেহেরুন আহমেদ, এসেম্বলী প্রতিনিধি সাগির খান।

অনুষ্ঠানে জন ল্যু ইডিপির সাফল্য ও কমিউনিটির উন্নয়নে অসামান্য অবদানের জন্য প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া বেগমের প্রশংসা করেন।

স্টেট সাগির খান ইডিপি-কে ফান্ডিংয়ে সহযোগিতার কথা জানান।

কণ্ঠশিল্পী চন্দ্রা রায় অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক সিটির মেয়র অফিস এবং নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিমেম্বার জেনিফার রাজকুমারের পক্ষ থেকে ইডিপি-কে প্রক্লেমেশান দেওয়া হয়।

অনুষ্ঠানে সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফের অফিস থেকে ইডিপির কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন আম্বিয়া বেগম এবং এমএস আলম।

আম্বিয়া বেগম বলেন, ‘কমিউনিটিতে তার প্রতিষ্ঠানের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ, নিউইয়র্ক সিটি কাউন্সিল ও স্টেট এসেম্বলি সম্মাননা ক্রেস্ট ও অ্যাওয়ার্ড দিয়েছে। এটি ছিল ইডিপির দীর্ঘ দিনের কঠোর পরিশ্রম ও কমিউনিটির সেবায় অবিচল নিষ্ঠার এক অনন্য স্বীকৃতি। এই সম্মাননা ইডিপির শিক্ষার্থীদের জন্য এক বিশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে।’

তিনি আরো বলেন, ‘পুরো অনুষ্ঠানটি ছিল ইডিপির দশ বছরের নিষ্ঠা, ত্যাগ ও কমিউনিটির উন্নয়নে অবিরাম প্রচেষ্টার এক গৌরবময় প্রতিচ্ছবি। এটি ছিল প্রতিষ্ঠানটির জন্য এক স্মরণীয় দিন।’

ইডিপির ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্প্রসারণের লক্ষ্যসমূহের ঘোষণা দিয়ে আম্বিয়া বেগম বলেন, ‘এটি বৃহত্তর পরিসরে কমিউনিটির কল্যাণে আরও ভূমিকা রাখবে।’