নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএর নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে শপথ নেয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম এ আঞ্চলিক সংগঠনের নতুন কমিটি।
সংগঠনের বিদায়ী সভাপতি মিয়া মোহাম্মদ দাউদের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক এইচএম মিজানুর রহমানের উপস্থাপনায় শপথ পরিচালনা করেন নির্বাচন কমিশনার ও কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল খায়ের আখন্দ। বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নয়া কমিটিকে ফুল দিয়ে বরণ করে শুভ কামনা জানান।
শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত সভাপতি জাকির হোসেন এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক রিপন সরকার দেশ ও প্রবাসে কুমিল্লাবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বৃহত্তর দাউদকান্দি সমিতির সাবেক সভাপতি ইয়ার আহম্মেদ পাটোয়ারী, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমরিকার সাবেক সভাপতি মনির খাঁন, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এমএ নাছির, কাদেরিয়া বহিনীর লিয়াকত আলী, আতিকুর রহমান, ইকরাম হোসাইন, কামাল হোসেন, আব্দুল মজিদ।
অনুষ্ঠানে কুমিল্লাবাসীসহ নিউইয়র্কের নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলামের মায়ের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন এইচএম মিজানুর রহমান।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন অতিথি ও কমিটির সাবেক কর্মকর্তাবৃন্দ।