নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের নতুন নির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গেল ২ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের বিদায়ী সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক আসম খালেদুর রহমান ও কার্যকরী সদস্য রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি।
অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রদীপ রঞ্জন কর, আব্দুর রব মিয়া, এমদাদুল হক কামাল, রুহুল আমিন সিদ্দিকী, খবির উদ্দীন আহমেদ ভূঁইয়া, মমিনুল ইসলাম মজুমদার, আমিনুল ইসলাম চৌধুরী, আবুল কালাম ভূঁইয়া, বিজয় কৃষ্ণ সাহা, পেয়ার আহমেদ, মিয়া মোহাম্মদ দুলাল, এইচএম ইকবাল, ফখরুল ইসলাম মাছুম, বদরুল হক আজাদ, সালাউদ্দিন চৌধুরী, জাহিদ মিন্টু, কামরুজ্জামান শামীম, তাছলিমা পাটোয়ারী, আবু বক্কর সিদ্দিক, সাদিয়া চৌধুরী মিম, নওশাদ রেজা।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন মো. আহাদ উল্লাহ। দোয়া পরিচালনা করেন সৈয়দ ফখরুদ্দীন আল রাজী।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সালাউদ্দিন সরকার, আলী আশরাফ, সোলেমান মজুমদার, মোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, মো. খলিলুর রহমান, শওকত পাটোয়ারী, ওয়ালিউদ্দিন সরকার, আবুল কালাম আজাদ, মো. সেবুল মিয়া, মামুন হোসেন বিপ্লব, সেলিম আহমেদ, মাইনুদ্দিন মিয়াজী, তারেকুল ইসলাম খন্দকার, রিন্টু লাল দাস, মো. আল আমিন, নাজির উদ্দিন সোহেল, রুহুল আমিন সরকার, মাসুদ আলম, হাবিবুর রহমান, নুরুল ইসলাম মিলন, জাকির হোসেন সরকার, সাইফুল ইসলাম, সাইদুজ্জামান রিংকু, রাজন হাসান, শরীফুল ইসলাম, জাহিদুর রহমান, আল মামুন সরকার, খায়রুল আল রেজা শাহেদ, ইব্রাহিম খলিল, সোহেল সরকার, ইন্দ্রজিত সাহা, রাতুল ইসলাম রাব্বি, মাসুদুর রহমান সৌরভ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন নির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে শপথ করান প্রধান নির্বাচন কমিশনার খবির উদ্দিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার কামরুজ্জামান শামীম ও মোফাজ্জল হোসেন।
কার্যনির্বাহী পরিষদের অভিষিক্তরা হলেন সভাপতি সালাউদ্দিন চৌধুরী, সহসভাপতি মো. মহসিন সরকার, আব্দুল কাইয়ুম মিয়াজী, এইচআর ভূঁইয়া আখলাছ, মো. আলম হোসেন, নুরুল আলম ও মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক তাছলিমা পাটোয়ারী, সহসাধারণ সম্পাদক আল মামুন সরকার ও আব্দুল আলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, কোষাধ্যক্ষ মো. হাবিবুল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক মো. আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক শাহিদ হাসান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, ক্রীড়া ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আবু কাউছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন চন্দ্র সরকার, প্রবাসী কল্যাণ সম্পাদক মো. কামরুল হাসান, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ ফখরুদ্দীন আল রাজী, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার, কার্যকরী আব্দুল্লাহ আল রেজা স্বপন, মো. মিজানুর রহমান, মো. জামিল মিয়াজী, রোমেল সরকার, দীপক কুমার সাহা।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কমিউনিটির কন্ঠশিল্পী শাহ মাহবুব, কৃষ্ণা তিথি ও মনিকা দাস এতে গান করেন।