শুক্রবার, ২৩ মে ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালনে প্রস্তুতি সভা

বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী যথাযথভাবে পালনের জন্যে নিউইয়র্ক স্টেট বিএনপির গৃহিত কর্মসূচির ওপর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে) সন্ধ্যায় জ্যাকশন হাইটসে সেফ মহলে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে ও স্টে বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় সভায় সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনায় অংশ নেন সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রউচ উদ্দিন, সাবেক যুগ্ম আহব্বায়ক বদরুল হক আযাদ, দেওয়ান কাউসার, হুমায়ুন কবীর, আশরাফ হোসেন, সাংবাদিক আনিসুর রহমান, মোশারফ ফাউন্ডেশনের সভাপতি আলামিন সুমন।

সভায় জানানো হয়, ৩০ মে বিকাল ৪টায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল ও স্মৃতিচারণ-সমাবেশ অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়।

মৃত্যু বার্ষিকীর কর্মসূচিকে সফল করতে প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়।