নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বগুড়া সোসাইটি ইউএসএ ইনকের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। এতে একই সাথে সোসাইটির কবর স্থানের জায়গা কেনার জন্য ফান্ড রেইজিং অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
শনিবার (২৫ মার্চ) বিকালে নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোসাইটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মহব্বত আলী আকন্দ।
উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক তালুকদার সামীম সবুজ, সদস্য সচিব নাফিউস সাদিক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মাদ আলী, জুয়েল আহমেদ ও খাদেমুল রুবেল, যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, শাফিনুর রহমান ও এনামুল হক।
আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা শান্ত চৌধুরী, উপদেষ্টা আব্দুল মান্নান, জাকিরুল ইসলাম, শাহ আফজাল হোসেন ও জহিরুল ইসলাম তালুকদার লিটন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন রোকনুজ্জামান নয়ন, দিকনির্দেশনায় দেন মো. সাইফুল ইসলাম (কুইন্স)। এছাড়া, উদযাপন কমিটির কোষাধ্যক্ষ ছিলেন এমডি রহমান মুকুট, সহযোগী কোষাধ্যক্ষ গোলাম রব্বানী রাজু ও জাহাঙ্গীর আলম রাজু।