মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি অব বঙ্কসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: নিউইয়র্কে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব বঙ্কসের ইফতার ও দোয়া মাহফিল। ষ্ট্রারলিং-বাংলাবাজারের গোল্ডেন প্যালেসে পার্টি সেন্টারে গত শুক্রবার (১৪ মার্চ) এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আলী টিপুর পরিচালনায় অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব আবুল কাশেম এয়াহইয়া। মোনাজাতে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালাল চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুর শহীদ, হাসান আলী, সাবেক সভাপতি মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী ও কাওছার চিশতী, রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, শিক্ষাবিদ শেখ আল মামুন, জাকির চৌধুরী, নারী নেত্রী মেহের চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট জুনেদ চৌধুরী, মির্জা মামুনুর রশিদ, মখন মিয়া, বেলাল ইসলাম, রেজা আব্দুল্লাহ, শফিকুর রহমান, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া এম আছকির, কবি আবু তাহের চৌধুরী, মাসুম আহমেদ ও রীতা খানম, কমিউনিটি এক্টিভিস্ট আফজল আলী, মাহবুবুর রহমান চৌধুরী, মোহাম্মদ জাকারিয়া।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন সংগঠনের সহ সভাপতি শামীম আহমেদ, কোষাধ্যক্ষ মো. বশির মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম মুহিত, প্রচার সম্পাদক মসনুর রহমান, সাদস্যিক সম্পাদক রুবেল সিদ্দিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলি রহমান, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আবু সাঈদ এস চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, কার্যকরি সদস্য মো. আবেদ হোসেন মোল্লা, আনোয়ার হোসেন ভূঁইয়া, চৌধুরী এম মুমিত তানিম ও মোহাম্মদ মাসুদ বেগ।

সংগঠনের সদস্যরা ছাড়াও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিলে।