বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের অষ্টম বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার অনুষ্ঠিত

সোমবার, অক্টোবর ১৪, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) অষ্টম বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সিটির কুইন্সের দা মাইকেল ইলাজিওতে এ অনুষ্ঠান করা হয়।

নিউইয়র্ক সিটির মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, পুলিশ কমিশনার থমাস জি ডনলন, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান বাপার প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিক, প্রথম ভাইস প্রেসিডেন্ট একেএম আলম, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ চৌধুরী, সেক্রেটারি রাশেকুল মালিক, মিডিয়া লিয়াঁজো জামিল সারোয়ার, করেসপন্ডেন্ট সেক্রেটারি সৈয়দ এনায়েত আলী, কমিউনিটি লিয়াঁজো সর্দার মামুন, ট্রেজারার মেহেদী মামুন, কো-ট্রেজারার জসীম মিয়া এবং ইভেন্ট কো-অর্ডিনেটর শেখ আহমেদ।

বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় নানা ক্যাটাগরিতে দশ বিশিষ্ট ব্যক্তিকে অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয়। এরমধ্যে এনওয়াইপিডির ফার্স্ট ডেপুটি কমিশনার তানিয়া কিনসেল্লাকে লাইফটাইম অ্যাসিভমেন্ট অ্যাওয়ার্ড, ডেপুটি কমিশনার কাজ ড্যারি ও অ্যাসিসট্যান্ট কমিশনার কেনেথ মর্গানকে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড, চিফ অব স্টাফ রাহুল পিন্টুসকে ম্যান অব দ্যা ইয়ার, ডেপুটি চিফ ভিক্টোরিয়া পেরিকে ওমেন অব দ্যা ইয়ার, ক্যাপ্টেন করাম চৌধুরীকে কমান্ডিং অফিসার অব দ্যা ইয়ার, পিবিএ’এর প্রেসিডেন্ট প্যাট্রিক হেন্ড্রিকে লিডারশিপ অ্যাওয়ার্ড, পুলিশ অফিসার মো. হালিমকে কপ অব দ্যা ইয়ার, ট্রাফিক সুপারভাইজার পাপিয়া শারমিনকে সিভিলিয়ান অব দ্যা ইয়ার এবং ব্যবসায়ী শাহ নেওয়াজকে কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড দেয়া হয়।

২০১৫ সাল থেকে বাপা এমন অনুষ্ঠানের আয়োজন করছে। গেল কয়েক বছরে প্রায় আড়াই হাজার বাংলাদেশি নিউইয়র্ক পুলিশ বিভাগে কাজ করছেন বলে জানান আয়োজকরা।