নিউইয়র্ক: বাংলা নববর্ষের আগমন ঘিরে প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজন করতে যাচ্ছেন মঙ্গল শোভাযাত্রা।
‘অশুভের দুয়ারে শুনি জনতার রণধ্বনি’ এই স্লোগানে মুখরিত হয়ে আগামী শনিবার (১২ এপ্রিল) জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হবে বর্ষবরণ উৎসব। এই আয়োজনের ঘোষণা দিয়েছে ‘সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ’।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে প্রস্তুতির নানা দিক তুলে ধরেন পরিষদের সদস্য সচিব মুজাহিদ আনসারী।
তিনি জানান, ইতোমধ্যে ৩০টিরও বেশি প্রবাসী সংগঠন শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত হয়েছে। আরও অনেকের সঙ্গে আলোচনা চলছে। আয়োজনে স্থানীয় প্রশাসনের অনুমতিও নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় এবং উপদেষ্টা মণ্ডলীর সভাপতি সৈয়দ মোহাম্মদউল্লাহ।
রথীন্দ্রনাথ রায় বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে বর্ষবরণ উপলক্ষ্যে একটি পোস্টার ও স্মারকগ্রন্থ প্রকাশের। নিউ ইয়র্কের এই শোভাযাত্রায় বাংলার লোকজ নকশা, মুখোশ ও মোটিফ তুলে ধরার চেষ্টা চলছে। অংশগ্রহণকারী সংগঠনগুলোর জন্য তৈরি করা হচ্ছে ঐতিহ্যবাহী পোস্টার ও প্ল্যাকার্ড।’
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাগর লোহানী, সঞ্জীবন কুমার, রামদাস ঘরামী, আলী হাসান কিবরিয়া অনু, জাকির হোসেন বাচ্চু ও ওবায়দুল্লাহ মামুন।