বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে মুহাম্মদ ইউনূসকে নাগরিক সংবর্ধনা দিতে চায় বাংলাদেশ সোসাইটি

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আসছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে থাকবেন। নিউইয়র্ক সফরকালীন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘মাদার সংগঠন’ বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে মুহাম্মদ ইউনূসকে নাগরিক সংবর্ধনা দিতে চায়। সোসাইটির দাবি, ইউনূস একজন বিশ্ব বরণ্যে সম্মানীত ও নিরপেক্ষ ব্যক্তি। তাই, প্রবাসীদের পক্ষ থেকে তাকে সংবর্ধিত করার দাবিদার বাংলাদেশ সোসাইটি। এ জন্য সোসাইটির সব প্রস্তুতি রয়েছে বলেও সংগঠনের কর্মকর্তারা জানিয়েছে।

গেল ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সিটির এলমহার্মস্টস্থ সোসাইটির নিজস্ব অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী। সভাপতি মোহাম্মদ রব মিয়া লিখিত বক্তব্যে পড়েন। এ সময় সোসাইটির প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘প্রতি বছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান যোগ দেন। অন্যান্য বছরগুলোতে রাজনৈতিক সরকার থাকায় সরকার প্রধানের যুক্তরাষ্ট্র সফরকালে সংশ্লিষ্ট দলের মাধ্যমেই তাদের সফর সংক্রান্ত সব আয়োজন করা হয়। এমনকি সংবর্ধনার আয়োজনও করা হয় দলীয়ভাবে। এতে বিপুল সংখ্যক সাধারণ প্রবাসী তাদের দাবি-দাওয়া ও মনের কথা সরকার প্রধানের সামনে বলার সুযোগ কখনোই পান না। রাজনৈতিক দলের প্রবাসী নেতা-কর্মীরা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যাস্ত থাকায় প্রবাসীদের সাধারণ সমস্যা ও সম্ভাবনার কথাগুলো সরকার প্রধান জানতেই পারেন না। ফলে, সেগুলোর সমাধানও বছরের পর বছর হয়নি।’

সংবাদ সম্মেলনে আব্দুর রব মিয়া বলেন, ‘বর্তমানে পরিবর্তিত একটি পরিস্থিতিতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এ সরকার ছাত্র-জনতার দাবি অনুযায়ী রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছে। মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফর সরকার প্রধানের সফরের চেয়ে একেবারেই ভিন্ন। আমরা আশা করছি, নিরপেক্ষ ও নির্দলীয় এ সরকারের প্রধানের কাছে সব প্রবাসী বাংলাদেশী তাদের দীর্ঘ দিনের পুঞ্জীভূত মনের কথাগুলো সহজে বলার সুযোগ পাবেন। বাংলাদেশ সোসাইটিও সব প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে সেই সুযোগটি নিতে চায়।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রবাসীদের আমব্রেলা সংগঠন হিসেবে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে এবারের নাগরিক গণ-সংবর্ধনার আয়োজন করতে আগ্রহী। যেহেতু এখন রাজনৈতিক সরকার নেই, তাই প্রবাসী রাজনৈতিক দলের শাখা কর্তৃক আয়োজনের ব্যাপারও নেই। আর এর মাধ্যমে আমরা প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা, সম্ভাবনা ও রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের বিভিন্ন ব্যাপার আমরা সরাসরি সরকার প্রধানের সামনে তুলে ধরতে চাই।’

লিখিত বক্তব্যে আরো বলা হয়, ‘বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগগ্রস্তদের জন্য বাংলাদেশ সোসাইটি প্রাথমিকভাবে ৩০ লাখ টাকার তহবিল দিয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে সেই স্মারকও প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করতে চাই। সেই সাথে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ প্রধান উপদেষ্টা ও তার সরকার নিয়েছেন, তার সাথে সংহতি প্রকাশ করে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু ব্যাপারে সংস্কার প্রস্তাব সংক্রান্ত স্মারকলিপিও আমরা তাকে দেব।’

সংবাদ সম্মেলনে সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী বলেন, ‘সকলে সহযোগিতা করলে সোসাইটি এককভাবেই মুহাম্মদ ইউনূসকে নাগরিক সংবার্ধনার আায়োজন করবে। এ জন্য এরমধ্যেই প্রস্তুতি নেয়া হয়েছে ও অর্থেরও কোন সমস্যা হবে না।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আব্দুর রব মিয়া বলেন, ‘আমরা এককভাবেই ইউনূসকে প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধিত করতে চাই।’

এ জন্য তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস, জাতিসংঘের স্থায়ী মিশন ও বাংলাদেশ কনসুলেটের সার্বিক সহযোগিতাও কামনা করেন।