নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের অধিবেশনে যোগদানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে দুই দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ইটপাথর নিক্ষেপের ঘটনাও ঘটে। এরই মধ্যে নিউইয়র্ক পৌঁছেছেন শেখ হাসিনা।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় শেখ হাসিনার আগমন উপলক্ষে নাগরিক সংবর্ধনার প্রচারণা চালায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অপর প্রান্ত থেকে শেখ হাসিনার আগমনকে কটাক্ষ করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
দুই দলের নেতাকর্মীদের মধ্যে এ সময় হাতাহাতি ও ইটপাথর নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাখানেক ধরে দুই দলের মধ্যে উত্তেজনাকর মিছিল ও স্লোগান চলে। পরে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, যে কোন মূল্যে বিএনপি-জামায়াতের অপতৎরতা রুখতে প্রস্তুত তারা।