বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গান, কবিতা, ঘোষণাপত্র পাঠ, জয় বাংলা শ্লোগান আর র‌্যালিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ছবি এঁকে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম।

অনুষ্ঠানে ছিল শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে সমবেত পরিবেশনা। কোমলমতি শিশুদের সঙ্গে পরিবেশনায় অংশ নেন শিল্পী দিনাত জাহান মুন্নি, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, মুমু আনসারী, প্রীতি, স্বাধীন মজুমদার, উর্বি, পারভীন সুলতানা, আবীর আলমগীর।

ছিল নাট্যাভিনেত্রী লুৎফুন্নাহার লতার দ্বরাজ কণ্ঠের আবৃত্তি।

রাত ১২টা এক মিনিটে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে প্রদ্বীপ জ্বালিয়ে শহীদদের স্মরণ করেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তান সেলিম রেজা, শাহেদ রেজা, মাসুদুল হাসান, হাসান আল আহমদুল্লাহ। তাদের সঙ্গে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, ইসমাইল খান সিরাজী ও খুরশিদ আনোয়ার বাবুল, শওকত আকবর রিচি।

সংগঠনের আহ্বায়ক মিথুন আহমেদ দিবসটি উপলক্ষে ঘোষণাপত্র পাঠ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতা বিরোধী মৌলবাদীবাদী শক্তির আস্ফালন চলছে। দেশে এক অস্থির ও অন্ধকার পরিবেশ বিরাজ করছে। আমরা আজ এই অবস্থার অবসানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার শপথ নিচ্ছি।’

এ সময় জয় বাংলা স্লোগানে শ্লোগানে মুখরিত হয় চারদিক।’

পরে একটি র‌্যালি জুইশ সেন্টার সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সহ সভাপতি প্রদীপ রন্জন কর, সাংবাদিক শিতাংশু গুহ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন গোপাল স্যান্যাল, মিনহাজ আহমেদ শিবলী সাদেক, পিনাকী তালুকদার।