শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে ‘সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটরস অ্যাসোসিয়েশন’ গঠিত

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটরস অ্যাসোসিয়েশন (সারা) নামে সংগঠন গঠিত হয়েছে। সম্প্রতি নিউইয়র্ক সিটির হলিসের ১৮৯-১০ হিলসাইড অ্যাভিনিউতে আয়োজিত সভায় সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মেহের খানজাদা।

কমিটিতে সারওয়ার খান বাবুকে আহ্বায়ক ও মোহাম্মদ বেলাল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

সভায় প্রধান সমন্বয়কারী জসিম চৌধুরী সমিতির সংক্ষিপ্ত পরিকল্পনা ও ভবিষ্যতের লক্ষ্য তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি ওসমান মালিক। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ কামাল ও মো. আবু সাঈদ চৌধুরী।

উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, আসিফ চৌধুরী, শামীম আহমেদ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ করিম, মোহাম্মদ মারুফ মিয়া, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ মাসুদ প্রামানিক, জাফর সাদিক, নুরুজ্জামান সরদার, গোলাম হাসান, শামীম নাসের, মোহাম্মদ হালিম, রতন চক্রবর্তী, মোহাম্মদ মুকলেস রহমান, মোহাম্মদ রশিদ, ফেরদৌস কয়েস, আদান ইসলাম, নাসরিন সুলতানা, সাবিনা চৌধুরী, জাকিয়া সুলতানা, সালাউদ্দিন খান তুহিন, মো. কবির, হাবিব মোহাম্মদ এ, মির্জা মোহাম্মদ হোসেন, এইচএম ইকবাল, মাসুদ সিরাজী, শাদমান জামান, এমএইচ আজাদ।

সভায় অতিথিরা ব্রোকার/ওনার হোম সেন্ট্রাল ক্যাপিটালের সম্ভাবনা ও গুণগত মানের বৃদ্ধির ওপর জোর দেন এবং রিয়েলটর ও মর্টগেজ ব্রোকারদের সাথে নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।