সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিপ্লব বড়ুয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মত বিনিময়

রবিবার, মে ৫, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক সিটিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সঙ্গে মত বিনিময় সভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২ মে) সিটির জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট পার্টি হলে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রোকেয়া সুলতানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের গৃহীত নানা পদক্ষেপ ও কর্মসূচী তুলে ধরেন।

প্রধান বক্তার বক্তৃতায বিপ্লব বড়ুয়া বলেন, ‘বাংলাদেশে বিএনপি আর কোন দিন ক্ষমতায় আসতে পারবে না, বাংলাদেশের জনগণ তাদেরকে চিরতরের জন্য প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রতিটি সূচকে ১০-২০ শতাংশ, কিছু কিছু ক্ষেত্রে ১০০ শতাংশ এগিয়ে গিয়েছে। বাংলাদেশের অগ্রগতি কেউ আর থামিয়ে রাখতে পারবে না। যতই ষড়যন্ত্র করা হোক না কোন।’

বিএনপির শাসন আমলের ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির শাসন আমলে বাংলা ভাই সৃষ্টি করে পুরো বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ধরে ধরে আওয়ামী লীগের নেতা কর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের খুন করেছিল। তাই, বাংলাদেশের জনগণ বিএনপিকে এখন চিরতরের জন্য প্রত্যাখ্যান করেছে। পুরো বাংলাদেশে বিএনপি বলতে কিছু নেই। তারা বাংলাদেশে কিছু করতে পারে না, ষড়যন্ত্র শুরু করেছে প্রবাসে, আপনারা চোখ কান খোলা রাখবেন ও তাদেরকে দাঁতভাঙ্গা উত্তর দেবেন।’

যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে বিপ্লব বড়ুয়া বলেন, ‘ফিলিস্তিনে হাজার হাজার নিরীহ মানুষকে খুন করা হচ্ছে। কোথায় তাদের মানবতা? নিউইয়র্কে দুইজন বাংলাদেশীকে খুন করা হয়েছে। কোথায় তাদের আইন-শৃঙ্খলা ও মানবতা?’

সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা প্রদীপ কর, সহ-সভাপতি মাসুদুল হাসান, সামসুদদিন আজাদ, লুৎফুল করিম, মো. সোলেমান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, নুরুল আমিন বাবু, দুরুদ মিয়া রনেল, তরিকুল হায়দার চৌধুরী।