শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কের মেট্রোস্টেশনে গুলিতে যুবকের মৃত্যু; আহত পাঁচ

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সোমবারের (১২ ফেব্রুয়ারি) ব্যস্ততম বিকালের পূর্বের সাবওয়ে স্টেশনে (মেট্রো) গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

ফায়ার বিভাগ বিকাল সাড়ে চারটার দিকে জানিয়েছে, গুলির ঘটনায় ছয়জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে ৩৪ বছরের একজনকে মৃত ঘোষণা করা হয়।

নিউইয়র্কের উত্তরাঞ্চলের ব্রোনক্সের মাউন্ট এডেন অ্যাভিনিউ মেট্রোস্টেশনে এ গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলটি নিউইয়র্কের বিখ্যাত টাইম স্কয়ার থেকে ১৪ কিলোমিটার বা প্রায় নয় মাইল উত্তরে।

নিউইয়র্ক সিটির ট্রানজিট পুলিশের প্রধান মাইকেল ক্যামপার বলেন, ‘ট্রেনের ভেতরে দুইটি দলের মধ্যে বিরোধ হয়েছিল বলে আমরা ধারণা করছি। এর জেরে গুলির ঘটনা ঘটে থাকতে পারে।’

বলে রাখা ভাল, যুক্তরাষ্ট্রে এ ধরনের গোলাগুলির ঘটনা খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মোট জনসংখ্যার তুলনায় দেশটিতে আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি। তবে, যুক্তরাষ্ট্রের অন্য বহু বড় শহরের তুলনায় নিউইয়র্ক সিটিতে হত্যার হার কম ও জনসমক্ষে আগ্নেয়াস্ত্র রাখা প্রায় সবক্ষেত্রেই বেসামরিক নাগরকিদের জন্যে বেআইনি।