সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

শিরোনাম

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনঃনির্বাচনে দাঁড়াবেন

শনিবার, এপ্রিল ৫, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস আগামী মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির পরিবর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ১০১০ ডব্লিউআইএনএসে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই সিদ্ধান্ত নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ও আলোচনার সূত্রপাত করেছে।

অ্যাডামস, যিনি ২০২১ সালে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন, তিনি তার এই সিদ্ধান্তের পেছনে দলীয় রাজনীতির সীমাবদ্ধতা ও সিটি প্রশাসনে ব্যাপক সংস্কারের লক্ষ্যকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি মন্তব্য করেন, ‘নিউইয়র্কবাসীর স্বার্থে আমাকে সব দলীয় চাপের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। স্বতন্ত্র হিসেবে আমি আরও নমনীয়ভাবে নীতিনির্ধারণ করতে পারব।’

ডেমোক্র্যাটিক পার্টির একাংশ নেতা অ্যাডামসের এই সিদ্ধান্তকে ‘অপছন্দের লক্ষণ’ হিসেবে দেখছেন। এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটি দলীয় ঐক্যের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে।’

রিপাবলিকান প্রার্থী ও প্রগতিশীল ডেমোক্র্যাটরা দাবি করেন, অ্যাডামসের এই পদক্ষেপ তার প্রশাসনের অপরাধ নিয়ন্ত্রণ, আবাসন সংকট ও শিক্ষাখাতে বিতর্কিত সিদ্ধান্ত থেকে মনোযোগ সরানোর কৌশল মাত্র।

রাজনৈতিক বিশ্লেষক ড. লিসা রদ্রিগেজ বলেছেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হওয়া নিউইয়র্কে কঠিন। কিন্তু অ্যাডামসের জাতিগত সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা ইস্যুতে জনসমর্থন তাকে সাহায্য করতে পারে।’

তার আমলে শহরের সহিংসতা হ্রাস, নিম্নআয়ের পরিবারের জন্য সহজ শর্তে আবাসন প্রকল্প ও সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি উল্লেখযোগ্য। যদিও অভিবাসী সংকট মোকাবিলায় ধীরগতি, শিক্ষা বাজেট কাটছাঁট ও নৈতিকতা কমিশনের সাথে দ্বন্দ্ব নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য অ্যাডামস ইতিমধ্যে ‘নিউইয়র্কার্স ফার্স্ট’ নামে একটি নতুন ক্যাম্পেইন প্ল্যাটফর্ম উন্মোচন করেছেন। তার এজেন্ডার মূল বিষয়গুলো হল অপরাধ নিয়ন্ত্রণে টেকনোলজির ব্যবহার বাড়ানো। সাশ্রয়ী মূল্যে আবাসনের লক্ষ্যে ৫০ হাজার নতুন ইউনিট নির্মাণ ও সরকারি স্কুলে শিক্ষার মান উন্নয়নে বিনিয়োগ।

নিউইয়র্ক সিটিতে শেষ বার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন মাইকেল ব্লুমবার্গ (২০০১-২০১৩)। অ্যাডামস যদি জয়ী হন, তাহলে তিন দশকের মধ্যে তিনিই হবেন প্রথম স্বতন্ত্র মেয়র।