বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

শিরোনাম

নির্বাচনে সেনা মোতায়েনে নীতিগত সম্মতি রাষ্ট্রপতির

রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নীতিগতভাবে সম্মতি দিয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

বঙ্গভবনের সামনে জাহাংগীর আলম বলেন, ‘রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের বিষয় ছিল নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর সামরিক সহায়তা। এ ব্যাপারে সংবিধানের ১২০ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন কমিশন রাষ্ট্রপতির নিকট অনুরোধ করেছে। পরে রাষ্ট্রপতি এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। তবে, নীতিগতভাবে তিনি সামরিক বাহিনী মোতায়েনে সম্মত হয়েছেন।’

কত দিন ধরে সামরিক বাহিনী মোতায়েন থাকবে সে ব্যাপারে ইসির সচিব বলেন, ‘এটি সশস্ত্র বাহিনীর সাথে আলোচনা করে চূড়ান্ত করা হবে।’

এর পূর্বে সকাল ১১টা থেকে রাষ্ট্রপতির সাথে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সকাল দশটা ৫০ মিনিটে ইসির সচিবসহ তিনি বঙ্গভবনে ঢুকেন।

গেল সোমবার (১১ ডিসেম্বর) সিইসি এবং নির্বাচন কমিশনারদের সাথে সশস্ত্র বাহিনী বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়। ওই বৈঠকের পর সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছিলেন, সেনা মোতায়েনের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করবে কমিশন।
রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।