রবিবার, ২০ এপ্রিল ২০২৫

শিরোনাম

নীনা আহমেদের প্রার্থিতা ঘোষণা ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট লার্জ পদে

সোমবার, জানুয়ারী ১৬, ২০২৩

প্রিন্ট করুন

ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র: আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট-লার্জ পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন তৃণমূলে ডেমোক্রেটিক পার্টির সংগঠক নীনা আহমেদ। সিটি মেয়রের মতই পুরো সিটির ভোটে জয় পেতে হবে কাউন্সিলম্যান অ্যাট-লার্জ আসনে। এ সিটির ১৭ কাউন্সিলম্যানের পাশাপাশি কাউন্সিলম্যান অ্যাট-লার্জের পদ হচ্ছে সাতটি। এরই মধ্যেই ১৩ জন মাঠে নেমেছেন।

প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পরই নীনাকে সমর্থন দিয়েছে শ্রমিক ফেডারেশন ‘আমেরিকান ফেডারেশন অব স্টেট কাউন্টি মিউনিসিপ্যাল এ্যামপ্লয়ী’ (ডিসি-৩৩)। এ ফেডারেশনের প্রেসিডেন্ট আর্নেস্ট গ্যারেট বিবৃতিতে উল্লেখ করেছেন, নীনা হলেন কঠোর পরিশ্রমী মানুষদের পরীক্ষিত বন্ধু। ফিলাডেলফিয়া সিটিতে নিরাপদ হিসেবে এর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে নীনার নেতৃত্বের প্রয়োজন অপরিসীম। 

বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ান ছাড়াও চায়নিজ, আফ্রিকান-আমেরিকানরা বরাবরই রয়েছেন নীনার পক্ষে। শিগগির সকলে প্রচারণায় সামিল হবার পাশাপাশি তার নির্বাচনী তহবিল গঠনে সক্রিয় হবেন বলে আশা করা হচ্ছে।

ফিলাডেলফিয়া হচ্ছে পেনসিলভেনিয়া রাজ্যের বৃহত্তম ও যুক্তরাষ্ট্রের পঞ্চম জনবহুল শহর। এর জনসংখ্যা হচ্ছে ১৫ লাখ ৭৬ হাজার (২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী)। গত দুইটি নির্বাচনে বাংলাদেশি আমেরিকান বিজ্ঞানী নীনা পেনসিলভেনিয়া রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর এবং অডিটর জেনারেল পদে লড়েছেন। এর পূর্বে তিনি ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র (পাবলিক অ্যাঙ্গেজম্যান) ছিলেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান আমেরিকান উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন নিনা। তৃণমূলে তার কাজের পরিধি বিস্তৃত ‘ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেন’র পিএ চ্যাপ্টারের প্রধান হিসেবে। নীনার এবারের নির্বাচনী অঙ্গিকারের অন্যতম হচ্ছে ফিলাডেলফিয়াকে অপরাধ মুক্ত, বন্দুক সহিংসতামুক্ত নিরাপদ ও স্বাস্থ্যকর একটি সিটিতে রূপান্তর করা। পরিবেশ সুরক্ষা, সকলের জন্যে শিক্ষা ও প্রতিটি মানুষের জন্যে আবাসনের ব্যবস্থার কথাও রয়েছেন ভোট প্রার্থনার স্লোগানে।

নীনা উল্লেখ করেছেন, যদি আমরা ফিলাডেলফিয়াকে একটি স্বাস্থ্যকর শহর হিসেবে গড়তে পারি, তাহলে আমরা এটিকে আরো শক্তিশালী, নিরাপদ শহর করতে পারব।

উল্লেখ্য, একজন বায়ো-মেডিকেল সায়েন্টিস্ট হিসেবে নীনা এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় তার জীবন কাটিয়েছেন ও পুরনো সমস্যার নতুন সমাধান খুঁজতে তিনি বিজ্ঞান ও ডেটা ব্যবহার করেছেন।