শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নেতানিয়াহু শান্তির পথে সবচেয়ে বড় বাধা

শনিবার, মার্চ ১৬, ২০২৪

প্রিন্ট করুন
চাক শুমার

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ‘দেশের চেয়ে রাজনীতিকে’ বেশি গুরুত্ব দেয়ার অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের সিনেট নেতা চাক শুমার। এ সময় তিনি নেতানিয়াহুকে সরিয়ে দেশটিতে নয়অ নির্বাচনের আহ্বান জানান। বলেন, ‘নেতানিয়াহু তার পথ হারিয়েছেন ফেলেছেন।’ খবর বিবিসির।

বুধবার ( ১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের সিনেটে দেয়া ভাষণে এসব কথা বলেন শুমার। এ সময় নেতানিয়ার কড়া সমালোচনা করেন ইসরাইলের দীর্ঘ দিনের সমর্থক শুমার। বলেন, ‘তিনি ইসরাইলের বৃহত্তর স্বার্থের কথা না ভেবে নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে বড় করে দেখছেন।’ তিনি গাজায় ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের মৃত্যু ডেকে আনছেন বলেও মন্তব্য করেন শুমার।

তার বক্তৃতায় ইসরাইলের নেতৃত্বে পরিবর্তন এনে একটি নয়া নির্বাচন দেয়ার আহ্বান জানান শীর্ষ এ ডেমোক্রেটিক নেতা।

বক্তৃতায় শুমার আরেো বলেন, ‘৭ অক্টোবরের পর যা ঘটেছে, তাতে ইসরাইলের ভবিষ্যত নিয়ে নয়া বিতর্ক হওয়া দরকার। আমার মতে একটি নির্বাচনের মধ্য দিয়ে সেটা হলে ভালে হয়। গণতন্ত্র অনুযায়ী, ইসরাইলের নিজেদের নেতা বেছে নেয়ার অধিকার রয়েছে।’ ২০২৬ সালের অক্টোবরের মধ্যে এ নির্বাচন হতে পারে বলেও জানান শুমার।

শুমার বলেন, ‘ইসরাইলকে অবশ্যই নিজেদের নীতি-কৌশল সংশোধন করতে হবে ও গাজার বেসামরিক নাগরিকদের আরো ভালভাবে সুরক্ষার জন্য পদক্ষেপ নিতে হবে।’

এ দিকে, শুমারের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিদায়ী রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। যিনি ৪০ মিনিটের ভাষণটিকে ‘অদ্ভুত’ ও ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন।

এর পূর্বে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুকে ইসরাইলকে সাহায্য করার চেয়ে ইসরাইলের ক্ষতি করছেন বেশি বলে মন্তব্য করেছেন।