পোখরা, নেপাল: নেপালের পোখারায় ৭২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সকালে বিমানটি পোখারার কাসকি জেলায় বিধ্বস্ত হয়। খবর এনডিটিভির।
নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাচ্ছিল। স্থানীয় সময় রোববার (১৫ জানুয়ারি) সকাল দশটা ৩৩ মিনিটে বিমানটি কাঠমান্ডু থেকে উড্ডয়ন করেছিল।
ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বারতাউলা বলেছেন, ’৬৮ যাত্রী ও চারজন ক্রু নিয়ে পোখারার পুরাতন বিমানবন্দর ও নতুন পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে বিমানটি বিধ্বস্ত হয়। এটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে এতে আগুন ধরে যায়।’
কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, প্রাথমিকভাবে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি। ইয়েতি এয়ারলাইনস বা নেপাল সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোন তথ্য জানানো হয়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। আরোহীদের কেউ বেঁচে আছে কিনা জানা যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি থেকে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়ছে ও সেখানে আগুনও জ্বলছে।
নেপালি সাংবাদিক দিলিপ থাপা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে এখনো আগুন জ্বলতে থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।