চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির হালিশহরের নয়াবাজার বিশ্বরোড এলাকার বড় সাহেব সেলুনে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র বুক সেলফ দেয়া হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সংগঠনের প্রতিষ্ঠাতা গোলাম মাওলা জসিমের ব্যবস্থাপনায় ও স›দ্বীপ স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে এর উদ্বোধক ছিলেন সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার এসএম আবুল কালাম আজাদ।
এতে স›দ্বীপ স্টুডেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ইকবাল ইবনে মালেক, সাবেক সাধারণ সম্পাদক এসএম কামরুল হাসান, বর্তমান সভাপতি আতিকুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক সাঈদ আফ্রিদি শিশির, সহ সভাপতি মহিউদ্দিন সৌরভ, অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএম আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে আমাদের মাঝে বই বিমুখতা দেখা যায়। বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সেলুনে সেলুনে এমন ব্যতিক্রমী উদ্যোগ আসলেই ব্যতিক্রম। এর ফলে সেলুনে আগত সেবাগ্রহীদের বই পড়ায় আগ্রহ তৈরি হবে, যা আলোকিত মানুষ গড়তে প্রশংসনীয় কার্যক্রম। এ উদ্যোগ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।