ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: পুরো পৃথিবীর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকমের বৃত্তি দেয় যুক্তরাষ্ট্র। ফুলব্রাইট তেমনি একটি বৃত্তি। ২০২৪-২৫ শিক্ষা বর্ষে ফুলব্রাইট ডিস্টিংগুইশড অ্যাওয়ার্ড ইন টিচিং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল টিচার্স (ফুলব্রাইট ডিএআই) শিরোনামে বৃত্তির আবেদন আহ্বান করছে দেশটি। বাংলাদেশিসহ পৃথিবীর নানান দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ফুলব্রাইট ডিএআই বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য ক্রেডিটবিহীন পেশাগত বিনিময় কার্যক্রম।
প্রোগ্রামটি শিক্ষকদের জন্য তাদের পেশার দক্ষতা বাড়াতে, যুক্তরাষ্ট্রের শিক্ষকদের সাথে সংযোগ ও পৃথিবীজুড়ে জ্ঞান বিনিময়ে অবদান রাখার জন্য অসাধারণ এক সুযোগ। পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, বিকাশের স্পৃহা ও পুরো পৃথিবীর শিক্ষাবিদদের সাথে সংযোগ স্থাপনের ইচ্ছা থাকলে আবেদন করুন এ বৃত্তির জন্য।
ফুলব্রাইট ডিএআই ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এক্সচেঞ্জের একটি প্রোগ্রাম। এ বৃত্তি পেলে ছয় সপ্তাহের জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকেরা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেবেন। এটি একটি পেশাদার উন্নয়ন প্রোগ্রাম। এ প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে পেশার বিকাশের জন্য একাডেমিক সেমিনারে অংশ নেয়ার সুযোগ পাবেন বৃত্তিপ্রাপ্ত ব্যক্তিরা। স্থানীয় বিশ্ববিদ্যালয়ে এবং স্থানীয় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে তাদের দক্ষতা পর্যবেক্ষণ ও শেয়ার করতে পারবেন।
আবেদনের যোগ্যতা: বাংলাদেশে বসবাসরত নাগরিক হতে হবে; প্রাইমারি অথবা মাধ্যমিক স্তরের পূর্ণ সময়ের শ্রেণিশিক্ষক হতে হবে; গাইডেন্স কাউন্সেলর, কারিকুলাম বিশেষজ্ঞ, লাইব্রেরি বিশেষজ্ঞ, বিশেষ শিক্ষা সমন্বয়কারী, শিক্ষক প্রশাসক ও অন্য যারা তাদের শিক্ষা জীবনে অর্ধেক সময় শিক্ষার্থীদের সাথে কাটিয়েছেন; শিক্ষাদানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে; ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে; মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের মত মাইক্রোসফট অফিস স্যুট প্ল্যাটফর্মগুলোর ব্যবহার জানতে হবে।
আবেদন যেভাবে: ফুলব্রাইট ডিএআই আবেদন সম্পর্কে জানতে অনলাইনে ঢুঁ মারতে পারেন আগ্রহীরা। সমস্যা হলে বা ফুলব্রাইট বৃত্তির জন্য অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোন ধরনের অসুবিধায় পড়লে dhakausexchanges@state.gov-এ যোগাযোগ করতে পারেন আগ্রহীরা।
আবেদনের শেষ সময়: ফুলব্রাইট ডিএআইতে আবেদনের শেষ দিন আগামী ১৪ এপ্রিল। ওই দিন বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের।