রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

পাকিস্তানে উপজাতি দুই গোষ্ঠীর সংঘর্ষে ১৬ জন নিহত

মঙ্গলবার, মে ১৬, ২০২৩

প্রিন্ট করুন

পেশোয়ার, পাকিস্তান: পাকিস্তানের কয়লা সমৃদ্ধ উত্তর-পশ্চিমাঞ্চলে দুই উপজাতি গোষ্ঠীর মধ্যে এক দশক ধরে চলা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

দীর্ঘ দিনের ভূমি বিরোধের জেরে, সোমবার (১৫ মে) আখোরওয়াল উপজাতি একটি উঁচু অবস্থান থেকে সুনিখেল উপজাতির উপর গুলি চালায়।

স্থানীয় পুলিশের মুখপাত্র ফজল নাঈম বলেন, ‘সংঘর্ষে সুনিখেল উপজাতির ১২ জন ও আখোরওয়াল উপজাতির চার ব্যক্তি নিহত ও অপর চারজন আহত হয়েছে।’

সিনিয়র পুলিশ কর্মকর্তা ফারহান খান জানান, শক্তিশালী আগ্নেয়াস্ত্রে সজ্জিত উপজাতিদের কয়েক মিনিটের সহিংস সংঘর্ষে উল্লেখযোগ্য সংখ্যক লোক হতাহত হয়েছে।

বৃহত্তম কয়লার মজুদ অধ্যুসিত অঞ্চলটিতে উপজাতিদের মধ্যে বিরোধ রয়েছে। নিরাপত্তা উদ্বেগ ও নিয়ন্ত্রক তদারকির অভাব সত্ত্বেও এ এলাকার খনি স্থানীয় সম্প্রদায়ের কর্মসংস্থান ও আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস।