বুধবার, ০১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

পারমাণবিক অস্ত্র পরীক্ষার ব্যাপারে ট্রাম্পকে রাশিয়ার কঠোর বার্তা

শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

প্রিন্ট করুন

মস্কো, রাশিয়া: যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার ব্যাপারে কঠোর বার্তা দিয়েছে রাশিয়া। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ‘পারমাণবিক অস্ত্র পরীক্ষা ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতি সত্ত্বেও মস্কো এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়টি বাদ দিচ্ছে না।’

পাল্টাপাল্টি হামলায় ভয়াবহ আকার ধারণ করছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিভিন্ন অঞ্চলে একে অপরকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে সেনারা। এরই ধারাবাহিকতায় ইউক্রেনের দোনেৎস্কে একটি বহুতল ভবনে রুশ বাহিনীর ড্রোন হামলায় হতাহত হন কয়েকজন।

দেশটির জাপোরিজঝিয়ার একটি শিল্পাঞ্চলেও এদিন হামলা চালায় পুতিন বাহিনী। একইসঙ্গে স্থল অভিযান চালিয়ে নতুন নতুন বসতি দখলও অব্যাহত আছে তাদের।

রুশ সেনাদের হামলা রুখতে তৎপর জেলেনস্কি বাহিনীও। রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। একই দিন রাশিয়ার সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা ব্যাপক ড্রোন হামলাও চালিয়েছ ইউক্রেন। তাদের হামলায় জাপোরিজঝিয়ায় কয়েকজন রুশ সেনা ক্যাপ্টেন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনারা ব্যাপক প্রাণহানির মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। গত সপ্তাহে শুধু রাশিয়ার কুরস্ক অঞ্চলে এক হাজারেরও বেশি উত্তর কোরীয় সেনা নিহত বা আহত হয়েছে বলে শুক্রবার (২৭ ডিসেম্বর) জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি।

এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে কঠোর বার্তা দিয়েছে রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ‘পারমাণবিক অস্ত্র পরীক্ষা ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতি সত্ত্বেও মস্কো এধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়টি বাদ দিচ্ছে না।’

তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ‘রাশিয়ার পারমাণবিক অস্ত্র দেশটির ওপর হামলাকারীদের শান্ত করার উদ্দেশ্যে তৈরি আছে।’

রুশ পত্রিকা কমার্স্যান্টের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘আন্তর্জাতিক পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটিল। আমেরিকান নীতি বিভিন্ন দিক থেকে আজ আমাদের জন্য অত্যন্ত প্রতিকূল অবস্থানে রয়েছে।’

সোভিয়েত-পরবর্তী রাশিয়া পরমাণু পরীক্ষা করেনি। সোভিয়েত ইউনিয়ন সর্বশেষ ১৯৯০ সালে এই পরীক্ষা করেছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এ ধরনের পরীক্ষা করলে রাশিয়াও পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বিবেচনা করবে।’