শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

পিটার হাসের পরিকল্পনায় বাংলাদেশে সরকারবিরোধী সমাবেশ

বুধবার, নভেম্বর ২২, ২০২৩

প্রিন্ট করুন
মারিয়া জাখারোভা

মস্কো, রাশিয়া: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস স্থুল হস্তক্ষেপ করছে বলে মনে করে রাশিয়া। বুধবার (২২ নভেম্বর) ব্রিফিংয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘বাংলাদেশে নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে চাওয়ার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো প্রভাবিত করছে।’ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্টের রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে দেশে। এবার আন্তর্জাতিক মহল থেকে এল পিটার হাসের ভূমিকা নিয়ে সমালোচনা।

বুধবার (২২ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হাসের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে।

মারিয়া জাখারোভা আরো বলেন, ‘অক্টোবরের শেষে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা করতে বিরোধীদলের একজন সদস্যের সাথে দেখা করেন। এই ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ ব্যাপারে স্থুল হস্তক্ষেপ।’

আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে চাওয়ার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রভাবিত করছে বলেও অভিযোগ করে রাশিয়া।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রচেষ্টাকে রাশিয়া বার বার প্রকাশ্যে তুলে ধরছে বলেও মন্তব্য করেন মারিয়া জাখারোভা।