চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির মাঝিরঘাট রোড সফি সওদাগরের বাড়িতে ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড বিএনপির ক, খ ও গ ইউনিটের সম্মেলন সোমবার (১৯ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি মশিউর রহমান স্বপনের সভাপতিত্বে ও কাউসার হোসেন বাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর সাংগঠনিক পূর্ণগঠন টিমের (সদরঘাট, ডবলমুরিং, আকবর শাহ থানা) আহবায়ক এসকে খোদা তোতন।
প্রথম অধিবেশনে এসকে খোদা তোতন বলেন, ‘এ অনির্বাচিত স্বৈরাচার সরকার দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। উন্নয়ন আর মেগা প্রকল্পের নামে মেগা দূর্নীতি ও লুটপাট করে দেশকে দেউলিয়া করেছে। জনগণ আজ এ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তাই মামলা-হামলা করে গণ আন্দোলনকে দমানো যাবে না। বিএনপি অতীতের চেয়ে আরো বেশি শক্তিশালী। পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড ক, খ ও গ ইউনিটের যারা নির্বাচিত হয়েছেন, তারা সকলেই সম্মেলনে তৃণমূলের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। আমরা অতি দ্রুত সম্মেলনের মাধ্যমে সব ইউনিট কমিটি সম্পন্ন করব। তারেক রহমানের নেতৃত্বে এ স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তি ও ফের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।’
দ্বিতীয় অধিবেশন বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শাহাবুদ্দীন চৌধুরী, ‘আওয়ামী লীগের দেশের স্বার্থ বিরোধী কর্মকান্ড জনগনের কাছে এখন দিনের আলোর মত পরিষ্কার। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা রাজনৈতিক ফায়দা লুটেছে। এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করে দেশকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে রেখেছে। দেশের মানুষ এ পরাধীনতার শৃঙ্খল ভাঙতে প্রস্তুত।’
অপর বিশেষ অতিথি সাংগঠনিক পূর্ণগঠন টিমের সদস্য ইকবাল চৌধুরী বলেন, ‘বিএনপি আন্দোলন জন্য প্রস্তুত। আমরা অতীতের চেয়ে আরো বেশী শক্তিশালী ও ঐক্যবদ্ধ আছি। তারেক রহমানের নেতৃত্বে দূর্বার গণ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে। তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
এতে আরো উপস্থিত ছিলেন খোরশেদ আলম, আজিজুল ইসলাম বাদল, সৈয়দ তসলিমুর রহমান প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে চট্টগ্রাম মহানগর সাংগঠনিক পূর্ণগঠন টিম (সদরঘাট, ডবলমুরিং, আকবর শাহ থানা) সম্মেলনে ভোটারদের সর্ব সন্মতিতে ‘ক’ ইউনিটে আমির আহমদকে সভাপতি, মোহাম্মদ ফারুক আহমেদকে সিনিয়র সহ-সভাপতি, মো. সিরাজ মিঞা মানুকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ জহির উদ্দিনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহাম্মদ মোনায়েম খান মন্নানকে সাংগঠনিক সম্পাদক, ‘খ’ ইউনিটে আলী আহমদকে সভাপতি, মহাম্মদ রেজওয়ান আলমকে সিনিয়র সহ-সভাপতি, মো. হামিদ হাসানকে সাধারন সম্পাদক, মো. আব্দুল আহাদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. বাহাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক এবং ‘গ’ ইউনিটে মো. সেলিমকে সভাপতি, মাসুদ রানা রনিকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ জিয়াউদ্দিনকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ শাহ আলমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. আফজার হোসেন হাওলাদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।