নিউইয়র্ক: উত্তর আমেরিকার সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন তাদের ইতোপূর্বে ঘোষিত নির্বাচনী তফসিলে আংশিক পরিবর্তন এনে ২৭ এপ্রিলের পরিবর্তে ২৫ মে ভোট গ্রহণের দিন পুন:ধার্য্য করেছে।
সংগঠনের নির্বাচন কমিশন প্রেরিত পরিবর্তিত নির্বাচনী তফসিলে জানানো হয়েছে, কমিশনের অস্থায়ী কার্যালয় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার নিরব রেস্টুরেন্টে সব নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে। মনোনয়ন পত্র দাখিল ১৪ মে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোনয়ন পত্র প্রত্যাহার এবং নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা ১৫ মে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম, নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া ও নির্বাচন কমিশনার আবু কায়সার জানান. এ নির্বাচনের পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী গত ১০ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ করা হয়েছে। নির্বাহী কমিটির ২৫ সদস্যের সভাপতি পদে মনোনয়ন পত্র ফি ২০০ ডলার, সহ সভাপতি পদে মনোনয়ন পত্র ফি ১০০ ডলার, সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র ফি ১৫০ ডলার, সহ সাধারণ সম্পাদক-কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পত্র ফি ৭৫ ডলার, সব সম্পাদকীয় পদে মনোনয়ন পত্র ফি ৫০ ডলার এবং নির্বাহী সদস্য পদে মনোনয়ন পত্র ফি ৪০ ডলার।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংগঠনের সদস্যরাই কেবলমাত্র এ নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালনায় কমিশন সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে।