পেনসিলভানিয়া: এপ্রিল মাস- কবিতার মাস। যুক্তরাষ্ট্রজুড়ে এপ্রিলকে ‘ন্যাশনাল পোয়েট্রি মান্থ’ বা জাতীয় কবিতা মাস হিসেবে উদযাপন করা হয়। কবিতার প্রতি ভালোবাসা, শব্দের জাদু ও মানবিক অনুভবের প্রকাশকে সম্মান জানিয়ে এ উপলক্ষে প্রতিটি অঙ্গরাজ্য আয়োজন করে নানা সাহিত্যিক কর্মসূচির। এরই অংশ হিসেবে প্রকাশ পায় অঙ্গরাজ্যভিত্তিক সম্মানজনক কবিতা সংকলন, যেখানে স্থান পান স্থানীয় ও খ্যাতিমান কবিরা।
চলতি বছর পেনসিলভানিয়া অঙ্গরাজ্যও তাদের ধারাবাহিকতা বজায় রেখে এক বিশেষ সংকলন প্রকাশ করেছে, যার আয়োজন করে রাজ্যের প্রখ্যাত সাহিত্য সংস্থা বার্ড। এই সংকলনে স্থান পেয়েছেন গুণী কবি বদরুজ্জামান আলমগীর। গভীর অনুভব, জীবনদর্শন ও অন্তর্দৃষ্টিময় লেখনীর জন্য তিনি দীর্ঘদিন ধরে পাঠকসমাজে প্রশংসিত। তাঁর অন্তর্ভেদী কবিতা স্থান পেয়েছে এ মর্যাদাপূর্ণ সংকলনে- যা প্রবাসে বাংলা সাহিত্য চর্চার ক্ষেত্রেও এক গৌরবজনক সংযোজন।
সংকলনে অন্তর্ভুক্ত বদরুজ্জামান আলমগীরের কবিতা ‘ব্লাইন্ড স্পট’ আধুনিক জীবনের প্রচলিত কাঠামোর বাইরে থাকা সূক্ষ্ম অনুভূতিগুলোর প্রতিচ্ছবি। কবিতায় ফুটে উঠেছে- কৃত্রিম ক্যামেরার ফ্রেমে ধরা না পড়া ভালোবাসা, স্মৃতি ও পারিবারিক আবেগের এক অদৃশ্য জগৎ।
কবির ভাষায়, ‘আমার বাবার অনুভূতি, মায়ের ভালোবাসা- এসব কখনো ক্যামেরাবন্দি হয়নি। এইখানেই আমার সংযোগ সেই ‘ব্লাইন্ড স্পট’-এর সঙ্গে।’
তিনি আরও লেখেন,
‘আমার সামনে দাঁড়ায় আমার ছেলে,
আমার কন্যাও।
জানি তাদের মাঝেও এক ব্লাইন্ড স্পট লুকিয়ে থাকে।’
এই কবিতা আমাদের স্মরণ করিয়ে দেয়- প্রযুক্তিনির্ভর চিত্রায়নের যুগেও মানবিক অনুভূতির গভীরতা অনুপম এবং অনেক সময়েই দৃষ্টির অগোচর।
বদরুজ্জামান আলমগীরের কবিতা শুধু প্রবাসী সাহিত্যপ্রেমীদের নয়, বরং বিশ্বব্যাপী পাঠকের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম। তাঁর এই সাফল্য আমাদের সকলের গর্ব। বার্ড সাহিত্য সংস্থার এ উদ্যোগ যেমন প্রশংসনীয়, তেমনি এর মাধ্যমে বাংলা কবিতা চর্চার ক্ষেত্রেও এক নতুন মাত্রা যুক্ত হল।
পেনসিলভেনিয়াতে বসবাসরত বাংলা ভাষার শক্তিমান লেখক বদরুজ্জামান আলমগীর বাংলা সাহিত্যের এক অনন্য কণ্ঠস্বর। যিনি দীর্ঘ দিন ধরে লিখে চলেছেন জীবন, সময় ও সম্পর্কের অনির্বচনীয় অনুভূতিগুলো নিয়ে। প্রবাসে থেকেও তিনি বাংলা ভাষা ও আবেগকে ধারণ করেন গভীরভাবে। তাঁর লেখায় ফুটে ওঠে সমকালীন সমাজ, প্রযুক্তির প্রভাব এবং মানুষে মানুষে সম্পর্কের গভীর সংকেত। তিনি সাহিত্য ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নতুন প্রজন্মকে সাহিত্যের জগতে উৎসাহিত করে চলেছেন। তাঁর কবিতা পাঠককে শুধু ভাবায় না, প্রশ্ন তোলে এবং হৃদয়ের গভীরে এক নীরব আলোড়ন সৃষ্টি করে।