শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

পেশির জোর-ক্ষমতার লড়াই, চাটুকারিতা-দুষ্টবুদ্ধির প্রতিযোগিতা ‘টু ফুল ম্যান’

মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: মানবিক সংগঠন স্বস্তিকা কর্তৃক আয়োজিত গৌরবের প্রতম বর্ষ পূর্তি উদযাপন ও সাংস্কৃতিক সন্ধ্যা চট্টগ্রাম সিটির আগ্রাবাদের দ্যা ভিলেজ রেস্টুরেন্টে শনিবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ওড়িশি নৃত্যশিল্পী, ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রামের পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের অতিথি শিক্ষক প্রমা অবন্তি।

অনুষ্ঠানে নাট্য-ন্যায্য ‘টু ফুল ম্যান’ মুকাভিনয় প্রদর্শন করে। পরিবেশনায় সামাজিক মূল্যবোধ-নৈতিক আচরণ এবং সমাজে নাগরিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক আচরণের সুফল ও নেতিবাচক কর্মকান্ডের ব্যাঙ্গাত্মক চিত্র ফুটে ওঠে। পরিবেশনায় দেখা যায় দুইজন পথচারী প্রচন্ড তাপদাহে হাঁটাহাঁটি করার পর তৃষ্ণার্ত হয়ে একটি পার্কের বেঞ্চে এসে বসে। তৃষ্ণায় দুইজনই কাতর। এক পর্যায়ে তারা দুইজনই একটি পানির বোতল দেখতে পায়। দুইজনই ছুটে যায় বোতলের দিকে। শুরু হয় তাদের মধে লড়াই। কারণ, তাদের উদ্দেশ্য যে কোন একজনই পুরো জলটি পান করে নেয়া এবং শুধু নিজের তৃষ্ণা যাতে লাঘব হয় সেই উদ্দেশ্য হাসিল করা। পেশির জোর-ক্ষমতার লড়াই একে অপরের প্রতি চাটুকারিতা-দুষ্টবুদ্ধির প্রতিযোগিতায় তারা কেউ জয়ী হতে পারে না। পরক্ষণেই আরো দুইজন পথচারী মঞ্চে উপস্থিত হয়। পানির বোতলটি থেকে দুইজনই ভাগাভাগি করে পানি পান করে নিজেদের তৃষ্ণা মেটায়। আর উদারতা ও বন্ধুত্বর পরিচয় দেয়।

চমৎকার এ পরিবেশনাটির অভিনয়ে ছিলেন সুজয় বাছাড়, মো. মাহমুদুল হাসান, ঈমন কুমার দেব নাথ ও সুমেধ বড়ুয়া। আবহ প্রক্ষেপণে ছিলেন দিগন্ত দেব রায়। ভাবনা ও নির্দেশনায় ছিলেন চবির নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, কথাসুন্দর নাট্যদলের সদস্য ও নাট্য-ন্যায্যের প্রতিষ্ঠাতা সুমেধ বড়ুয়া।

পরিবেশনার শেষে নাট্য-ন্যায্য দলকে সম্মাননা স্মারক ও কলাকুশলিদের অভিনন্দন পত্র দেয়া হয়।