শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবাগত শিক্ষার্থীদের স্প্রিং ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মঙ্গলবার, জানুয়ারী ২৩, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবাগত শিক্ষার্থীদের স্প্রিং ওরিয়েন্টেশন মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য শিরীণ আখতার। বিশেষ অতিথি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মো. ইসমাইল খান।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য নূরল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য এবং একাডেমিক ও প্রশাসনিক পরামর্শক এম মুজিবুর রহমান, বোর্ড অব ট্রাস্টির সদস্য মাহফুজুল হায়দার চৌধুরী (রোটন), বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন মো. মফজল আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ ফসিউল আলম, কলা ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী।

চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিকে ধন্যবাদ জানান শিরীণ আখতার।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান আহরণ, সৃজন ও বিতরণের সর্বোচ্চ বিদ্যাপীঠ। শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার যে সুযোগ লাভ করেছে, তা যথাযথভাবে কাজে লাগিয়ে সময়ের প্রতি নিষ্ঠাবান হয়ে শিক্ষকদের সান্নিধ্যে থেকে পঠন-পাঠনে মনোযোগী হয়ে নিজেদের সমৃদ্ধ করে তৈরি হতে হবে।’

উপাচার্য প্রতিযোগিতামূলক এ বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে পারদর্শিতা অর্জনের আহবান জানান শিরীণ আখতার।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক আসমা ইয়াছমিন ও আইন বিভাগের প্রভাষক আরাফাত ইবনুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান।

বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য এহসানুল হক রিজন ও ন্যাচারাল সায়েন্স বিভাগের সভাপতি মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শরিফুল ইসলাম মাহিম ও সিদরাতুল মুনতাহা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে তিনটি ক্যাটাগরিতে ৫৩জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির অর্থ দেয়া হয়।