সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

শিরোনাম

প্রথম বারের মত মেলা করল লং আইল্যান্ড বাংলাদেশ সোসাইটি

রবিবার, আগস্ট ২৭, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড বাংলাদেশি সোসাইটি আয়োজিত মেলায় মানুষের ঢল নেমেছিল। গেল ১৯ আগস্ট লং আইল্যান্ডের বেবিলন টাইন হলে বাংলাদেশিদের প্রথম মেলা অনুষ্ঠিত হয়েছে।

মেলায় গান গেয়েছেন বেবি নাজনীন, রিজিয়া পারভীন, রবি চৌধুরী ও বিন্দু কনা।

মেলার কনভেনর ছিলেন গিয়াস আহমেদ. কো কনভেনর ছিলেন আসেফ বারী টুটুল ও সদস্য সচিব ছিলেন রিয়াজ মাহমুদ। চীফ কো অর্ডিনেটর ছিলেন গোলাম ফারুক শাহিন। কালচারাল ইভেন্টের দায়িত্বে ছিলেন ইসতিয়াক রুমি, শাহাদত হোসেন রাজু ও মহিউদ্দীন আহমেদ বাপ্পী।

মেলায় উপস্থাপনায় ছিলেন আশরাফুল আহসান বুলবুল, ইভা ও নিম্মী।

মেলায় বক্তৃতা করেন রাজনীতিবিদ বেবিলন টাউন হলের সুপারভাইজার রিচ শেফার্ড, স্টেট সিনেটর মনিকা মেন্ডারেস, সাফোক কাউন্টির ইলেকশন কমিশনার কেভিন মারফি ও অ্যাসেম্লিম্যান জিন প্যারিস।

মেলা উপলক্ষ্যে একটি মেগাজিনও বের করা হয়। ম্যাগাজিনের সম্পাদক ছিলেন গোলাম ফারুক শাহিন।