নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: প্রথম বারের মত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে লোকসংগীত উৎসব। ‘ফিরে চলো মাটির টানে’ এ স্লোগানকে সামনে রেখে শনিবার (৮ জুলাই) জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় হয় ‘লোকসংগীত উৎসব নিউইয়র্ক ২০২৩’।
বাঙালির আত্মপরিচয় ও শেকড় সন্ধানে জেগে থাকা লোকসংগীত উৎসবের আয়োজন করে ‘বেঙ্গলী ক্লাব ইউএসএ’। দুুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত বিরামহীনভাবে চলে এ উৎসব। এতে গান করেন পবন দাস বাউল, একুশে পদকপ্রাপ্ত শিল্পী রথীন্দ্রনাথ রায়, প্রবাসের শিল্পী শাহ মাহবুব, রানো নেওয়াজ, অনিক রাজ, সুশীল সিনহা, মিলন কুমার ও মোহর খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন দুই বাংলার লোকসঙ্গীত শিল্পী পবন দাস বাউল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায়, লোক সংগীত উৎসব কমিটির আহবায়ক দীপক দাস, উপদেষ্টা শিতাংসু গুহ ও প্রধান সমন্বয়কারী দীনেশ চন্দ্র মজুমদার।
উৎসব পরিচালনা করেন সদস্য সচিব শিবলী ছাদেক।