সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র: ইলন মাস্ক বলেছেন, ‘প্রথম একজন রোগীর মস্তিস্কে তার নিউরালিংক স্টার্টআপ ইমপ্লান্টের প্রাথমিক ফলাফলে এর সাফল্যের ‘সম্ভাবনা’ জাগিয়ে তুলেছে।’ মঙ্গলবার (৩০ জানুয়ারি) তিনি এ কথা বলেন।
২০১৬ সালে ইলন মাস্ক সহ-প্রতিষ্ঠিত নিউরোটেকনোলজি কোম্পানির লক্ষ্য মস্তিস্ক ও কম্পিউটারের মধ্যে সরাসরি যোগাযোগের চ্যানেল তৈরি করা। সাতজন বিজ্ঞানী ও প্রকৌশলী এবং ইলন মাস্ক কোম্পানিটির প্রতিষ্ঠায় জড়িত ছিলেন।
কোম্পানির উচ্চাকাঙ্ক্ষা হল মানুষের ক্ষমতাকে সুপারচার্জ করা, এএলএস বা পারকিনসন্সের মত স্নায়ুবিক রোগের চিকিৎসা করা এবং হয়তো এক দিন মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে একটি সিম্বিওটিক সম্পর্ক অর্জন করা।
মাস্ক এক্সে পোস্ট করে বলেছেন, ‘প্রথম এক ব্যক্তি গতকাল নিউরালিংক থেকে একটি ইমপ্লান্ট পেয়েছিল ও সে সুস্থ হয়ে উঠছে।’
তিনি আরো বলেন, ‘প্রাথমিক ফলাফলগুলোতে দেখা যায়, এটি নিউরন কার্যক্রমে সংযুক্ত হতে পেরেছে।’
নিউরালিংক গেল বছর বলেছিল, ‘এটি মানুষের মধ্যে মস্তিস্কের প্রতিস্থাপন পরীক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকদের কাছ থেকে অনুমোদন পেয়েছে।’
নিউরালিংকের প্রযুক্তি প্রধানত ‘লিঙ্ক’ নামের একটি ইমপ্লান্টের মাধ্যমে কাজ করবে, এতে মুদ্রার আকারের একটি ডিভাইস চামড়ার নিচে স্থাপন করা হয়। এটি স্থাপনে মাথার খুলি কাটার প্রয়োজন হয় না।