সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর: ফখরুলের জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার

সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: বিএনপির সমাবেশ থেকে ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাস ভবন ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্ট। সোমবার (৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এদিন ঠিক করেন।

এর পূর্বে রোববার (৩ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে ফখরুলের পক্ষে আইনজীবী সগীর হোসেন লিওন জামিন আবেদন করেন। তারও পূর্বে ২২ নভেম্বর একই মামলায় বিএনপি মহাসচিবের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

গেল ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাস ভবনে ভাঙচুর ও হামলার অভিযোগে ২৯ অক্টোবর রমনা থানায় একটি মামলা করে পুলিশ। মামলায় মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। এ মামলায় ২৯ অক্টোবর মির্জা ফখরুল গ্রেফতার করা হয়। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।