রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট লার্জ পদে জয়ী নীনা আহমেদ

শনিবার, মে ২০, ২০২৩

প্রিন্ট করুন
নীনা আহমেদ

ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া সিটির ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে ‘সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ’ পদে জয়ী হয়েছেন বাংলাদেশী আমেরিকান নীনা আহমেদ।

মঙ্গলবার (১৬ মে) অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে ২৭ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে নীনাসহ পাঁচজন জয়ী হয়েছেন। এসব আসনে রিপাবলিকান পার্টির কোন প্রার্থী না থাকায় নভেম্বরের চূড়ান্ত নির্বাচনের দিনের অপেক্ষায় থাকতে হবে আনুষ্ঠানিক ফলাফরের জন্য।

সিটি মেয়রের মতই পুরো সিটির ভোটে কাউন্সিলম্যান অ্যাট লার্জ প্রার্থীদের জয়ী হতে হয় অর্থাৎ মেয়রের সমান্তরাল ক্ষমতার অধিকারী থাকেন তারা ও সিদ্ধান্ত গ্রহণে মেয়রকে সার্বক্ষণিক পরামর্শ দিতে হয়।

কাউন্সিলম্যান অ্যাট লার্জ পদে জয়ী অন্য চারজন হলেন ইসাইয়া টমাস, ক্যাথারিন গিলমোর রিচার্ডসন, রু ল্যান্ডো ও জিম হ্যারিটি। একই দিন অনুষ্ঠিত মিলবোর্ন সিটি কাউন্সিলের দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে দুই বাংলাদেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর একজন নূরুল হাসানের এটি হবে তৃতীয় মেয়াদে বিজয়। আর সালাহউদ্দিন মিয়া এবারই প্রথম প্রার্থী হয়েছিলেন।

নীনার জয়ে ফিলাডেলফিয়া কমিউনিটিতে উল্লাস চলছে। সবাই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

বলে রাখা ভাল, নীনা এর আগে ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।